শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অপরিপক্ক আম বাজারজাত রোধে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত

Paris
Update : বুধবার, ১৮ মে, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে গাছে আম পাঁকার আগেই কেউ যদি অপরিপক্ক আম বাজারজাত করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। গাছে আম পাকা দেখা দিলে তবেই তা বাজারে নামাতে পারবেন আমচাষী ও ব্যবসায়ীরা। এসব কথা বলেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ আম উৎপাদন, বিপণন ও বাজারজাত করণের লক্ষ্যে প্রস্তুতমিূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক গালিভ খান বলেন, জেলার আম ব্যবসায়ী, আড়ৎদার ও কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে, এ বছর আম বাজারজাত করণের জন্য কোন সময়সীমা থাকছে না। গাছে আম পাঁকলে তবেই তা বাজারজাত করতে পারবে কৃষকরা। এছাড়াও নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনে মনিটরিং কমিটি ও ভ্রাম্যমাণ আদালত সবসময় সক্রিয় থাকবে। অপরিপক্ক আম পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম বলেন, আমবাগানে অতিরিক্ত কিটনাশক যাতে প্রয়োগ রোধ করতে প্রতিটি বাগান মালিকদের লকবুক ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে তারা আমের মুকুল আসা থেকে আম পাড়া পর্যন্ত গাছে প্রয়োগ করা সকল কীটনাশক প্রয়োগের পরিমান ও সময় উল্লেখ করা থাকবে। এতে বাইরের ক্রেতারা সকল তথ্য দেখে নিশ্চিত হয়ে আম ক্রয় করতে পারবেন। জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, জেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, আম বিজ্ঞানী, আম বাগান মালিক, আম রফতানিকারক, আম ব্যবসায়ী ও চাষিরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris