বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামূল হকের কর্মী সমাবেশ

মান্দায় ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

Paris
Update : শনিবার, ১৪ মে, ২০২২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ধর্ষণ মামলার পলাতক মামুনুর রশিদ সরদার (৪৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মামুনুর রশিদ সরদার উপজেলার চকচোয়ার (দহপাড়া) গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। র‌্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- র‌্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার রফিুকর ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদে ফেরিঘাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফেরিঘাটে অবস্থানরত ধর্ষণ মামলার পলাতক আসামি মামুনুর রশিদ সরদারকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা-চলতি বছরের ২৪ মার্চ রাত ৯টার দিকে মামলার বাদিনীর শয়ন ঘরে প্রবেশ করে। এরপর ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।পরবর্তিতে বিয়ে না করে বিভিন্ন ভাবে তালবাহানা করে।

ভিকটিম বাধ্য হয়ে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২০ এপ্রিলে মামলা করেন। মামলার পর থেকে মামুনুর রশিদ সরদার পলাতক ছিলো। গ্রেফতার মামুনুর রশিদ সরদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিমকে ধর্ষণ করার বিষয়টি স্বীকার করেছে বলে জানায় র‌্যাব। গ্রেফতারের পর তাকে মান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামি মামুনুর রশিদ সরদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


আরোও অন্যান্য খবর
Paris