শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে আম পাড়ার সময় নির্ধারণ

Paris
Update : শুক্রবার, ১৩ মে, ২০২২

স্টাফ রিপোর্টার : বাজারে নিরাপদ ও পরিপক্ক্ব আম নিশ্চিত করতে গাছ থেকে আম নামানোর সময়সূচী নির্ধারণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রসাসনের সভাকক্ষে সংবাদ সম্মলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রসাশক শরিফুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১৩ মে থেকে শুরু হয়ে তিন ধাপে পর্যায়ক্রমে আম নামানোর মৌসুম চলবে ২০ আগষ্ট পর্যন্ত।

আগামী ১৩ মে গুটি আম, ২০ মে গোপালভোগ, ২৫ মে লক্ষনভোগ, ২৫ মে রাণিপছন্দ, ২৮ মে খিরসাপাত/হিমসাগর, ০৬ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি ও ফজলি, ১০ জুলাই বারি-৪ ও আশ্বিনা, ১৫ জুলাই গোলমতী, ২০ আগস্ট ইলমতি আম নামাতে পারবেন চাষিরা। এসময় সংবাদ সম্মলনে জেলা প্রসানের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোঃ আনাছ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোজদার হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) তৌফিকুর রহমানসহ ফল গবেষক, চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris