মঙ্গলবার

৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামূল হকের কর্মী সমাবেশ ভুল সিগন্যালে বাড়ছে রেল দুর্ঘটনা

বাগমারায় সালেহা ইমারত কিরাতে ‘খ’ গ্রুপের প্রতিযোগিতা

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হচ্ছে সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতা। গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে এক প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে ‘খ’ গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে এই কিরাত প্রতিযোগিতার।

প্রধান অতিথি হিসেবে ভারচ্যুয়াল মাধ্যমে কিরাত প্রতিযোগিতার ‘খ’ গ্রুপের প্রতিযোগিতার উদ্বোধন করেন সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এ সময় প্রধান অতিথি বলেন, ধর্মীয় শিক্ষার চর্চা যেন শিক্ষার্থীরা অব্যাহত রাখে সে কারনে কিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পবিত্র মাহে রমজান মাসে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় মনোনিবেশ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত তারা কখন নিজেকে অপকর্মে নিয়ে যেতে পারে না। ধর্মীয় শিক্ষা থাকলে সহজেই আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানের চর্চাকে সমৃদ্ধ করতে মহতী উদ্যোগ নেয়া হয়েছে।

উক্ত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. মাহমুদ হাসান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল মেয়র, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ এস.এম. মাহাবুবুর রহমান, বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তাজুল ইসলাম, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. ওয়ারেছ আলী, সোনাডাঙ্গা ভরট্ট আলিম মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল হক, মোহনগঞ্জ কওমী মাদ্রাসার অধ্যক্ষ ইউনিুস আলী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক এরশাদুল ইসলাম, গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন, বাড়ীগ্রাম দাখিল মাদ্রাসার সুপার আজাহারুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।

প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর একডালা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোফাজ্জল হোসেন, মোহনগঞ্জ কওমী মাদ্রাসার শিক্ষক ক্বারী আশরাফ আলী, সোনাডাঙ্গা আলিম মাদ্রসার সহকারী অধ্যাপক মাওঃ নূরুল ইসলাম, সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মসজিদের ইমাম হাবিবুর রহমান, বাগমারা থানা মসজিদের ইমাম হাফেজ ক্বারী ইউনুস আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মাওঃ আব্দুল মতিন, ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান শিবলী।

উক্ত প্রতিযোগিতার সমন্বয়ক ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ জিল্লুর রহমান। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। ‘খ’ গ্রুপে অংশ গ্রহণ করে ১১-১৭ বছর বয়সের শিক্ষার্থী। প্রথম পর্বে ‘খ’ গ্রুপে উপজেলার ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৭ জন প্রতিযোগি অংশ নেয়। ‘খ’ গ্রুপ থেকে অংশ গ্রহণকারীদের মধ্যে থেকে ২০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়। চূড়ান্ত পর্ব শেষ বিজয়ীদের হাতে সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris