রবিবার

১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

‘কর হার কমিয়ে করের আওতা বাড়ানো হবে’

Paris
Update : সোমবার, ২১ মার্চ, ২০২২

এফএনএস : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, কর হার কমিয়ে করের আওতা বাড়ানো হবে। পাশাপাশি কর ফাঁকি রোধে পদক্ষেপ নেওয়া হবে। গতকাল রোববার দুপুরে আগ্রাবাদ হোটেলে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি একটি ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

চট্টগ্রাম মেট্রোপলিন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (শুল্ক নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (মূসক নীতি) জাকিয়া সুলতানা, সদস্য (কর নীতি) সামস্ উদ্দিন, কাস্টমস কমিশনার ফখরুল ইসলাম, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার আকবর হোসেন, বন্ড কমিশনার এ কে এম মাহবুবুর রহমান, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হোসাইন, পরিচালক আবদুস ছালাম, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান বলেন, গত দুই বছর ধরে করোনা মহামারির কারণে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হলেও সরকারের দূরদর্শী নীতির কারণে বাংলাদেশের অর্থনীতি অনেক সচল ছিল। তিনি তৈরিপোষাক শিল্পের রপ্তানি বিলের উপর উৎসে কর কর্তনের হার শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশের স্থলে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ করার সুপারিশ করেন। করপোরেট কর হার বর্তমানের মতো বহাল রাখার পাশাপাশি ব্যক্তিখাতে নীট সম্পত্তির উপর সারচার্জ কমানোর সুপারিশ করেন।

সভায় চেম্বারের সহ-সভাপতি মাহবুব আলম বলেন, রাজস্ব বোর্ডের নানান নীতির কারণে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। রাজস্ব আদায়ে নীতি সহজ করার দাবি জানান। বিএসআরএম’র ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হোসাইন বলেন, যুক্তিযুক্ত প্রস্তাবনাগুলো গ্রহণ করা হোক। করের আওতা বাড়াতে হবে। এজন্য এ খাতে জনবল বাড়ানোর পরামর্শ দেন তিনি। মেট্রো চেম্বারের পরিচালক আবুল বশর চৌধুরী বলেন, যারা কর দিচ্ছেন তাদের চাপ বেশি দেওয়া হয়। অথচ করের আওতা বাড়িয়ে ব্যবসায়ীদের উপর চাপ কমানো উচিৎ। সৈয়দ নজরুল ইসলাম বলেন, বন্ধ থাকা রুগ্ন শিল্পগুলো চালু করার ক্ষেত্রে সামনের বাজেটে নীতি সহায়তা দেওয়া জরুরি।


আরোও অন্যান্য খবর
Paris