মঙ্গলবার

২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইয়ে নাবি বোরো বিনাধান-১৪ চাষাবাদ নিয়ে কৃষক প্রশিক্ষণ

Paris
Update : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ” বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল নাবি বোরো বিনাধান-১৪ চাষাবাদ পদ্ধতি, সম্প্রসারণ ও বীজ সংরক্ষণ” শীর্ষক কৃষক প্রশিক্ষণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) এর উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত গবেষণার অংশ হিসেবে উক্ত প্রশিক্ষণ বিনার উর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ড. মো. হাসানুজ্জামান এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জণ দাশ।

বরেন্দ্র অঞ্চলে পানির সমস্যা সম্পর্কে গবেষকবৃন্দ জানান যে, দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর দ্রুত নীচের দিকে নেমে যাচ্ছে। এই অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ায় যে পরিমাণ পানি পাম্পের সাহায্যে উত্তোলন হচ্ছে- সেই পরিমাণ পানি ভূ-গর্ভস্থ স্তরে পুনরায় ভরাট বা রিচার্জ হচ্ছে না। ফলে ভবিষ্যতে পানির অভাবে পরিবেশের বিপর্যয় হতে পারে। এ অবস্থা চলতে থাকলে এমন এক সময় আসবে সেই সময় গভীর নলকূপের সাহায্যেও আর পানি পাওয়া যাবে না।


আরোও অন্যান্য খবর
Paris