বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

চারঘাটে স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রুগী বেড়েছে

Paris
Update : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। শীতের তীব্রতার সাথে সাথে রোটা ভাইরাস সংক্রমণে বাড়ছে শিশুদের ডায়রিয়া। এছাড়া সর্দি-কাশি ও নিউমোনিয়ার রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আর.এম.ও) ডা. শহীদুল ইসলাম রবিন জানান, শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সাথে সাথে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অনেক রোগীই হাসপাতালে আসছে। বিশেষ করে শিশুরা বেশি ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। রোটা ভাইরাস সংক্রমণের কারণে শিশুদের ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, গত নয় দিনে ৬৬ জন শিশুকে ডায়রিয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার রাওথা গ্রামের শিশু অনিক মাহমুদের বাবা রবিউল আলম বলেন, আমার ছেলের ডায়রিয়া শুরু হলে ডাক্তারের পরামর্শে দুই দিন আগে হাসপাতালে ভর্তি করাই। এখন অনেকটাই ভালো আছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্বার্শবর্তী বাঘা উপজেলার হেলাপুট গ্রামের ৮ মাসের শিশু মনিরুল ইসলামেট মা রেবেকা খাতুন বলেন, গত দুই দিন হলো আমার ছেলে বারবার বমি ও পাতলা পায়খানা করছিল। ডাক্তারে পরামর্শে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। এখন এখানেই চিকিৎসা চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের যেন ঠাণ্ডা না লাগে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। এছাড়া শিশুদের গরম পরিবেশে রাখার পাশাপাশি গরম খাবার ও বেশি করে তরল খাবার খাওয়াতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris