রবিবার

৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় ঠিকাদাররা! নগদ আছে ১ কোটি টাকা, জানেন না টিভি-ফ্রিজ ও আসবাবপত্রর মূল্য! সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্যপ্রতিমন্ত্রী মিথিলার মুকুটে যুক্ত হলো নতুন পালক মৃত্যুকে কাছ থেকে দেখলেন নায়ক দেব! ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ বাঘার শ্রমিকের সিংড়ায় মৃত্যু! গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়

মান্দায় পাউবোর জমিতে চলছে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ

Paris
Update : রবিবার, ২ জানুয়ারি, ২০২২

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তিতে একের পর এক অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন দখলদারেরা। আত্রাই নদীর উভয় তীরের বন্যানিয়ন্ত্রণ বাঁধের সম্পত্তি দখল করে এসব স্থাপনা নির্মাণ করা হলেও নিরব রয়েছেন পাউবোর কর্তারা। এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে।

স্থানীয়দের দাবি, স্থাপনা নির্মাণের সময় অভিযোগ দেওয়া হলে শুধুমাত্র নোটিশ দিয়েই দায় এড়িয়ে যান সংশ্লিষ্টরা। দখলদারেরা সেই নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে গেলেও তাঁদের বিরুদ্ধে আইনী কোনো ব্যবস্থা নেওয়া হয় না। পাউবোর লোকজনের ম্যানেজ করে এরই মধ্যে গড়ে তোলা হয়েছে কয়েকশ স্থাপনা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, তালপাতিলা মোড়ে পাউবোর সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করছেন শাহিনুর রহমান নামে একব্যক্তি। এ মোড়ে থেকে এক কিলোমিটার দুরে উত্তর চকরামপুর ঘোষপাড়া মোড়ে দোকানঘর নির্মাণ করছেন আলহাজ্ব ফিরোজ হোসেন। এ দুটি স্থাপনা নির্মাণ বন্ধের জন্য গত বুধবার নোটিশ জারী করেছে পাউবো কর্তৃপক্ষ। সেই নোটিশ অমান্য করে গত শুক্রবার শাহিনুর রহমান নির্মিত ভবনে ঢালাইয়ের কাজ সম্পন্ন করেন। অন্যদিকে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন আরেক দখলদার ফিরোজ হাজী।

দখলদার ফিরোজ হাজী পাউবোর একোয়াভূক্ত সম্পত্তিতে দোকানঘর নির্মাণের সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার এলাকার আশেপাশে অনেক স্থাপনা নির্মাণ করা হয়েছে। তাঁরা ওইসব স্থাপনায় বহাল তবিয়তে ব্যবসা করছেন। আমিও ব্যবসা করার জন্য দোকানঘর নির্মাণ করছি।’ নির্মাণ কাজ বন্ধের জন্য পাউবোর নোটিশ পেয়েছেন কী-না জানতে চাইলে তিনি বলেন, গত বুধবার তাঁকে একটি নোটিশ দেওয়া হয়েছে। এরপরও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছি। পরে যা হয় হবে। অন্যদিকে দখলদার শাহিনুর রহমান বলেন, ‘আমার নির্মিতঘরে কশব ইউনিয়ন আওয়ামী লীগের অফিস হবে।

তাই নোটিশের তোয়াক্কা না করে কাজ করছি।’ কশব ইউনিয়নের একজন গ্রামপুলিশ বলেন, অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে পাউবো কর্তৃপক্ষকে দফায় দফায় জানিয়েও কোন কাজ হয় না। তাঁরা নাম মাত্র নোটিশ করেই থেমে যান। এর পেছনে অবৈধ লেনদেনের বিষয়ে থাকতে পারে।

পাউবোর নওগাঁর উপসহকারী প্রকৌশলী মাহবুব হাসান বলেন, অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে প্রাথমিকভাবে নোটিশ করা হয়েছে। এটি না মানলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ লেনদেনের অভিযোগটি অস্বীকার করেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris