বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

প্রায় ৩০ মিলিয়ন জন্মনিয়ন্ত্রণ পিল ক্রয়ের প্রস্তাব অনুমোদন

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

এফএনএস : পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, টেকনো ড্রাগস লিমিটেড, রেনেটা লিমিটেড থেকে ২৯ দশমিক ৭৬ মিলিয়ন জন্মনিয়ন্ত্রণ ওরাল পিল (তৃতীয় প্রজন্ম) কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১৪৮ কোটি ৮০ লাখ টাকা। গতকাল বুধবার দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।

সভায় অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে এক লটে ৫ দশমিক ৯৫২ মিলিয়ন সাইকেল, টেকনো ড্রাগস লিমিটেড থেকে দুই লটে ১১ দশমিক ৯০৪ মিলিয়ন সাইকেল এবং রেনেটা লিমিটেড থেকে দুই লটে ১১ দশমিক ৯০৪ মিলিয়ন সাইকেলসহ মোট ২৯ দশমিক ৭৬ মিলিয়ন সাইকেল জন্মনিয়ন্ত্রণ ওরাল পিল (তৃতীয় প্রজন্ম) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এতে ব্যয় হবে ১৪৮ কোটি ৮০ লাখ টাকা। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর ২০২১-২০২২ অর্থ বছরে ৫০ হাজার (৫ শতাংশের বেশি) মেট্রিকটন গম ভারতের এম/এস বাগাদিয়া ব্রাদারস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১৭৩ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ৯০০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে পুরোনো চারটি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ানোর পাশাপাশি চট্টগ্রামের মিরসরাইয়ে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার একটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়। যখন বিদ্যুৎ প্রয়োজন হবে তখনই সরকার বিদ্যুৎ কিনবে এমন শর্তে ১৭৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার চারটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়িয়েছে সরকার।


আরোও অন্যান্য খবর
Paris