বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামূল হকের কর্মী সমাবেশ

মান্দায় যুবককে মামলায় ফাঁসানো চেষ্টার অভিযোগ

Paris
Update : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

সাবাইহাট থেকে প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক যুবককে মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্ব রাতে মান্দা উপজেলার মাউল গ্রামে দারাজতুল্যা গংদের সাথে আসাদুজ্জামান আসাদ গংদের মারামারি ঘটনা ঘটে। আসাদুজ্জামান আসাদ নৌকার প্রার্থী আব্দুল আলিমের সমর্থক। অপরদিকে দারাজতুল্যা বিদ্রোহী প্রার্থী ঘোড়া মার্কার হায়দার আলীর সমর্থক। ঘটনাটি নির্বাচন কেন্দ্রিক হলেও মামলার আরজিতে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের হিসাবে উল্লেখ করা হয়েছে বলে সূত্র জানা যায়।

মারামারির ঘটনায় মাউল গ্রামের ওসমান আলীর ছেলে দারাজতুল্যা (৪৫) একই গ্রামের মৃত পিয়ার বক্সের ছেলে আসাদুজ্জামান আসাদকে (৪০) প্রধান আসামী করে কোর্টে মামলা দায়ের করেন। মামলার ৮ নম্বর (সর্বশেষ) আসামী করা হয়েছে অনলাইন নিউজ পোর্টাল রাজশাহী নিউজ২৪.কমের সাংবাদিক সিরাজুল ইসলাম (৩০) কে। সিরাজুল মাউল গ্রামের তসের আলীর ছেলে। সিরাজুল ইসলাম মান্দা উপজেলা ভূমি অফিসে কিছুদিন থেকে মাস্টাররোলে চাকরি করছেন।

সিরাজুল জানান, শোরগোল শুনে তিনি পরে ঘটনাস্থলে গিয়েছিলেন। এক পর্যায়ে তাঁকেও শারীরিক ভাবে লাঞ্চিত করে প্রতিপক্ষের লোকেরা। গ্রামবাসী গুলবর রহমান, গোলাম রহমান জানান, তিনি কাউকে মারধোর করেননি। বরং আমরা তাঁকে প্রতিপক্ষের লোকজনের হাত থেকে রক্ষা করেছি। সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম সিরাজ মাস্টাররোল থেকে তাঁর চাকরি স্থায়ী হতে যাচ্ছে। এমতবস্থায় তাঁকে মামলায় ফেলে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris