শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

পাকিস্তান সফর স্থগিত হলো পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Paris
Update : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

আরা ডেস্ক : অবশেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পাকিস্তান সফর স্থগিত হয়েছে। আফগানিস্তান ইস্যুতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশনে অংশ নিতে গতকাল শনিবার সকালেই তার দুবাই হয়ে পাকিস্তান যাওয়ার কথা ছিল। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্নিষ্ট দায়িত্বশীল একটি সূত্র শনিবার সন্ধ্যায় জানায়, শেষ পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তান সফরে যাননি। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ঢাকায় গুলশানের বাসাতেই অবস্থান করছিলেন।

সূত্র জানায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর স্থগিত হওয়ার বিষয়টি গত শুক্রবারই নিশ্চিত হয়। যে কারণে শনিবার তিনি পাকিস্তান যাননি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে যাওয়ায় স্বাস্থ্যবিধিগত কারণে তিনি এই সফরে যেতে পারেননি। এর আগে শুক্রবার সকালে প্রতিমন্ত্রীর পাকিস্তান সফরে যাওয়ার কথা জানানো হয়েছিল। প্রতিমন্ত্রী সফরে গেলে ৯ বছর পর পাকিস্তানে এটাই হতো বাংলাদেশের মন্ত্রী পর্যায়ে প্রথম কোনো সফর।

সূত্র আরও জানায়, শুক্রবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ওআইসির বৈঠকে অংশ নিতে পাকিস্তান গেছেন। তিনি শনিবার ইসলামাবাদে সচিব পর্যায়ের বৈঠকেও অংশ নিয়েছেন। রোববার ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অংশ নেওয়ার কথা ছিল। সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এর আগে ২০১০ সালে দ্বিপক্ষীয় পঞ্চম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে পাকিস্তান যান তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।


আরোও অন্যান্য খবর
Paris