মঙ্গলবার

২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে শত্রুতার জেরে টমেটো ও পিয়াজ গাছ উপড়ে ফেললো প্রতিপক্ষরা

Paris
Update : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে পিয়াজ ও টমেটোর গাছের সাথে এ কেমন শত্রুতা। পূর্ব শত্রুতার জেরে জমিতে লাগানো টমেটো ও পিয়াজ গাছ উপড়ে ফেলেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাদী হয়ে কৃষক এখলাসুর রহমান কয়েকজনের নাম উল্লেখ করে গোদাগাড়ী মডেল থানায় থানায় একটি অভিযোগ করেছেন।জানা গেছে, উপজেলার মাটিকাটা ইউনিয়নের হাবাসপুর মোজায় ১৩ কাঠা জমি বর্গা নিয়ে টমেটো ও পিয়াজ লাগানো ছিল (গত মঙ্গলবার ৬ ডিসেম্বর দিবাগত রাতে হাবসপুরের সাজ্জাদ আলীর ছেলে রমজান আলীসহ ৪/৫ জন প্রতিপক্ষ রাতের আধারে পিয়াজ ও টমেটোর গাছ গুলো উপড়ে ফেলে দেয়।

কৃষক এখলাসুর রহমান বলেন, ১৩ কাঠা জমি বর্গা নিয়ে চলতি মৌসুমে টমেটো ও পিয়াজ চাষ করেছিলাম।কিন্তু জমিজমা সংক্রান্ত পুর্বের জেরে জমিতে লাগানো পিয়াজ ও টমেটোর গাছ গুলো উপড়ে ফেলে দেয়া হয়। আমি একটি এনজিও থেকে কিস্তি নিয়ে জমি চাষ করেছিলাম। প্রায় ৪০ হাজার টাকার ক্ষতির মুখে পড়তে হবে। কিভাবে কিস্তির টাকা পরিশোধ করব তা নিয়ে চিন্তায় পড়ে আছি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রমজান আলী বলেন,আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ইসলাম বলেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris