শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

গোমস্তাপুরে ৬ স্বতন্ত্র ও দুই জন আ’লীগ চেয়ারম্যান প্রার্থীর জয়

Paris
Update : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

গোমস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮৬টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শুধুমাত্র গোমস্তাপুর ইউনিয়নে ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রহনপুর, বাংগাবাড়ি, বোয়ালিয়া, পার্বতীপুর, রাধানগর, গোমস্তাপুর ইউনিয়নে দু একটি বিছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। তন্মধ্যে রহনপুর ইউনিয়নের বংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার পক্ষে ৪ জন যুবক জালভোট দেয়ার সময় এজেন্টরা বাধা দেয়। এক পর্যায়ে জনতার ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।

তাদের কাছ থেকে নৌকার শিল মারা ২৫ টি ব্যালট উদ্ধার করা হয়। রহনপুর ইউনিয়নের মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গননার সময় বাইরে অপেক্ষমান আনারস ও নৌকার সমর্থকদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নির্বাচনে বে-সরকারীভাবে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী, ২টি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নৌকার মনোনীত প্রার্থী। জয়ী স্বতন্ত্র ৬ প্রার্থীরই প্রতীক ছিল আনারস। ভোট গণনা শেষে ওই দিন রাতে উপজেলার হল রুমে গোমস্তাপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলামসহ অন্য তিনজন দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা রাত ১২টা ৫০ মিনিটে ফলাফল ঘোষণা শেষ করেন।

গোমস্তাপুর ইউনিয়নে নৌকার প্রার্থী জামালউদ্দিন মন্ডল নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৬০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল রায়হান পেয়েছেন ৭ হাজার ৯২২ ভোট। আলীনগর ইউনিয়নে বিএনপি সমর্থিত আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মোঃ মাসুম ৩ হাজার ৮৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরফরাজ নেওয়াজ সুজন পেয়েছেন ৩ হাজার ৩৫৫ ভোট। এ ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ১৩৩ ভোট।

রহনপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান সোহরাব। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. ওবাইদুর রহমান চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯০৩ ভোট। এ ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী তোফিজুল ইসলাম ৩ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন। বাঙ্গাবাড়ী ইউনিয়নে আনারস প্রতীকের বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম ৯ হাজার ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী সাদেরুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৩৩৩ ভোট।

বোয়ালিয়া ইউনিয়নে ৯ হাজার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী শামিউল ইসলাম শ্যামল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ বিদ্রোহী জিল্লুর রহমান লালু আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৪৯ ভোট। চৌডালা ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া হাবিব আনারস প্রতীকে ৮ হাজার ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনসারুল হক নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৮১ ভোট।

পার্বতীপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন ১১ হাজার ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী লিয়াকত আলী খান পেয়েছেন ১০ হাজার ৬৬৪ ভোট। রাধানগর ইউনিয়নে বিএনপি সমর্থিত আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান ১৩ হাজার ৬৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ পেয়েছেন ৯ হাজার ৮৪১ ভোট।


আরোও অন্যান্য খবর
Paris