শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

ইউনিয়ন নির্বাচনি সহিংসতায় ৬ জনের মৃত্যু

Paris
Update : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

এফএনএস : দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদী, কক্সবাজার, চট্টগ্রাম ও কুমিল্লায় সহিংসতায় ছয়জন নিহত হয়েছেন। এছাড়া সাতক্ষীরা, চট্টগ্রাম, ঝিনাইদহ, মানিকগঞ্জ, যশোর, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ইউপি নির্বাচনকে ঘিরে সংঘর্ষের খবর জানিয়েছেন প্রতিনিধিরা। নরসিংদী: রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থদের মধ্যে নির্বাচনি সহিংসতায় গুলিতে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১০ জন। গতকাল বৃহস্পতিবার ভোরে বাঁশগাড়ি ইউনিয়নের টিরাবিল ঈদগাঁ ও চান্দেরকান্দি গ্রামে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনি সহিংসতায় এখন পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে তিন জন মারা গেছেন। নরসিংদী জেলা হাসপাতালে একজনের লাশ, সদর হাসপাতালে আরও একজন এবং অন্যজনের লাশ তার নিজ বাড়িতে রয়েছে। তিনি আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফুল হক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রর্থী টেলিফোন প্রতীকের জাকির হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ ধারাবাহিকতায় ভোরে টিরাবিল ঈদগাঁ ও চান্দেরকান্দি গ্রামে এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে গুলিবিদ্ধ হয়ে বাঁশগাড়ির নবাববাড়ি এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৭) নিহত হন। তিনি বর্তমান চেয়ারম্যান আশরাফুল হকের ভাতিজা বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে নরসিংদী জেলা হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান জানান, সকালে জেলা হাসপাতালে বাঁশগাড়ি এলাকার সুবহানপুর গ্রামের হক মিয়ার ছেলে জাহাঙ্গীরের (২৫) গুলিবিদ্ধ লাশ আসে। অন্যদিকে সদর হাসপাতালের আরএমও ডা. আমিরুল ইসলাম শামীম জানান, সকালে বাঁশগাড়ি বটতলিকান্দি গ্রামের আবদুল হেকিম মিয়ার ছেলে সালাহ উদ্দিনের (৩৭) গুলিবিদ্ধ লাশ এসে পৌঁছে। রিটার্নিং কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, ভোটের আগে সংঘর্ষ হওয়ায় পরবর্তী নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলছে। তবে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা মাঝে-মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কুমিল্লা: কুমিল্লার মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলায় শাওন নামে একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশীদের লোকজন হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এরপর নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় পরিবেশ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে শাওনসহ ৮-১০ জন আহত হন। মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ড. বর্ষা লরেন, হাসপাতালে নেওয়ার আগেই শাওনের মৃত্যু হয়।

পরে মেঘনা থানা পুলিশে লাশ হস্তান্তর করা হয়েছে। মেঘনা থানার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মফিজ্লু ইসলাম বলেন, বহিরাগতরা কেন্দ্রে হামলা করায় ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, আমিরাবাদ কেন্দ্রে সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয়রা জানান, আমিরাবাদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের অভিযোগে স্থানীয় একটি মসজিদের মাইকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশীদের লোকজন ভোট বর্জনের ঘোষণা দেন।

এ সময় এলাকাবাসীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তারা। সেখান থেকে মিছিল নিয়ে আমিরাবাদ কেন্দ্রে হামলা চালানো হয়। মসজিদে ঘোষণার ঘটনায় মাওলানা নাজমুল নামে একজনকে আটক করেছে পুলিশ। এর আগে একই উপজেলার চালিভাংগা ইউনিয়নে রামপ্রসাদের চর ভোট কেন্দ্রে হামলা চালিয়ে নৌকার বিদ্রোহী প্রার্থীকে আহত করার অভিযোগ ওঠে। এতে প্রার্থীসহ আরও পাঁচ জন আহত হয়েছেন। বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরে অভিযোগ, নৌকার প্রার্থী লতিফ সরকারের কর্মী ও সমর্থকরা এই হামলা চালিয়েছেন। এ সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

চট্টগ্রাম: দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফটিকছড়িতে নির্বাচনী সহিংসতায় মো. সফি নামে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৮ জন আহত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে লালপুল তোফায়েল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা গেছে, কেন্দ্র দখলকে কেন্দ্র করে লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী মুরাদের সঙ্গে মোরগ প্রতীকের জামাল পাশার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্থানীয় আনন্দ বাজার এলাকার ব্যবসায়ী মো. শফিসহ ৯ জন গুরুতর আহত হয়। পরে শফিকে স্থানীয় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে।

এদের মধ্যে ৪ জনকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, নিহত ব্যক্তির বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ভাঙ্গা কাচের টুকরো পাওয়া গেছে। ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. শামসুদ্দিন বলেন, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়। এতে শফি নামে একজন নিহত হয়েছে। আহত হন আরও ৮ জন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কক্সবাজার: কক্সবাজার সদরের খুরুস্কুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেতৈয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। নিহত ব্যক্তির নাম আকতারুজ্জামান পুতু বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, কেন্দ্র দখলের ঘটনাকে কেন্দ্র করে মেম্বারপ্রার্থী শেখ কামাল ও আবু বক্কর ছিদ্দিক বাবুলের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

এতে আকতারুজ্জামান পুতুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আহতদের সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে পুতুর মৃত্যু হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনিরুল গিয়াস জানিয়েছেন, আহতদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris