বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

হরভজনকে খোঁচা মারলেন আমির

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

এফএনএস : বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারত হেরে যাওয়ায় এমনিতেই শোয়েব আখতারের অপমান হজম করেছেন হরভজন সিং। চিরপ্রতিদ্বন্দ্বী দেশটি থেকে এখন নিয়মিতই হরভজনকে খোঁচ হজম করতে হচ্ছে। বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান দলের ক্রিকেটারদের পারস্পরিক সৌহার্দের ছবি দেখে যখন আশায় বুক বাঁধতে শুরু করেছেন সমর্থকেরা, তখনই খোঁচা মারলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। বিতর্কের সূত্রপাত আমিরের একটি টুইট নিয়ে। হরভজনকে উদ্দেশ্য করে আমির লিখেছেন, ‘ইউটিউবে তোমার বোলিং দেখছিলাম।

যেখানে লালা (শাহিদ আফ্রিদির ডাকনাম) তোমাকে চার বলে চারটে ছক্কা হাঁকিয়েছিল। ক্রিকেটে এমনটা হতেই পারে, কিন্তু টেস্ট ম্যাচে এমন ঘটনা দেখাই যায় না। মারটা একটু বেশিই হয়ে গিয়েছিল।’ আমিরের সেই টুইট দেখে রেগে আগুন হয়ে যান হরভজন। তিনি টেনে আনেন ২০১০ সালে লর্ডসে কুখ্যাত পাকিস্তান বনাম ইংল্যান্ড টেস্টের প্রসঙ্গ। যে ম্যাচে আমির নো-বল করেছিলেন। পরে আইসিসির দুর্নীতিদমন শাখা তদন্তে বেরিয়ে আসে, আমির জুয়াড়ির থেকে বিশাল অঙ্কের টাকা নিয়ে ম্যাচ ফিক্সিং করেছিলেন। যে কারণে তাকে নিষিদ্ধও হতে হয়েছিল।

টুইটারে ওই টেস্ট ম্যাচে আমিরের নো-বল করার একটি ছবি পোস্ট করে হরভজন লিখেন, ‘লর্ডসে নো-বল কীভাবে হয়েছিল? কত টাকা নিয়েছিলে আর কে-ই বা টাকা দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো-বল হয় কীভাবে? তোমার এবং তোমার ভক্তদের লজ্জিত হওয়া উচিত ক্রিকেটকে কলুষিত করার জন্য।’ হরভজন আরও লিখেন, ‘শুধু টাকা, টাকা আর টাকা। সম্মানের কোনও মূল্যই নেই তোমাদের কাছে।

দেশবাসী এবং তোমার সমর্থকদের কি বলতে পারবে, কত টাকা পেয়েছিলে? দূর হও। তোমাদের সঙ্গে কথাই বলা উচিত নয়।’ জবাবে আমির লিখেন, ”আমার অতীত নিয়ে কথা বলছো আর নিজের অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে কিছু বলো। তিনদিন আগেই তোমাদের মুখ বন্ধ করে দিয়েছি। এখন দেখো, কীভাবে আমরা বিশ্বকাপ জিতি। পার্কে গিয়ে হাওয়া খাও। মন ভালো থাকবে।’


আরোও অন্যান্য খবর
Paris