বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

ঢাকাই ছবির ‘মেগাস্টার’ খ্যাত উজ্জ্বলের স্ত্রী মারা গেছেন

Paris
Update : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

এফএনএস : ঢাকার ছবির ‘মেগাস্টার’খ্যাত উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ বিউটি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিউটি। মৃত্যুকালে সময়ে তার বয়স ছিল ৫২ বছর। উজ্জ্বল নিজেই গণমাধ্যমে মৃত্যুর খবর জানিয়েছেন। দুই সপ্তাহে আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেরিনা। শারীরিক অবস্থার অবনিত হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাকে। অভিনেতা উজ্জ্বল বলেন, ‘আমার স্ত্রী দীর্ঘদিন ধরেই কিডনিরোগে ভুগছিলেন। সেটার চিকিৎসাচলাকালীন ফুসুফুসেও ইনফেকশন ধরা পড়ে এবং প্রকট হয়ে ওঠে।

যার ফলে তাকে জরুরিভাবে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। আপনারা সকলেই দোয়া করবেন।’ গতকাল বৃহস্পতিবার বাদ আছর গুলশান জামে মসজিদে মেরিনা আশরাফ বিউটির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বাংলাদেশে যে ক’জন নায়ক ঢালিউড সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে অন্যতম নায়ক উজ্জ্বল। পরিচিত নাম উজ্জ্বল হলেও মূল নাম আশরাফ উদ্দিন আহমেদ।১৯৬৭-৬৯ সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের নাটকে নায়কের ভূমিকায় অভিনয় করতেন ভালো লাগা থেকে। ১৯৭০ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় উজ্জ্বলের।


আরোও অন্যান্য খবর
Paris