সোমবার

১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দিচ্ছে সরকার ধরাছোঁয়ার বাইরে স্বর্ণ পাচারচক্রের মুল হোতারা আরডিএ খাঁচা মার্কেটের দেয়ালে গাছের শেকড়ের ফাঁটল, মারাত্মক ঝুঁকিতে ভবন ফাহাদ বায়োলজি থেকে মেডিকেল কলেজে সুযোগ পাওয়া ২৫৯ শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান ১৫ মে থেকে বাজারে আসছে রাজশাহীর আম পুকুর সংস্কারের মাটি বানিজ্য ব্রীজের মুখ বন্ধ, রাস্তা নষ্ট দুর্গাপুরে রিটার্নিং ওয়াল নির্মাণে দুই ইউপি সদস্যের অভিনব প্রতারণা রাজশাহী এডিটরস ফোরামের সভা অনুষ্ঠিত লোকসান মাথায় নিয়েই ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু হবে আগামী ১০ জুন রেলের পশ্চিমাঞ্চলে শিডিউল বিপর্যয়, যাত্রী ভোগান্তি চরমে

চারঘাটে দেড় হাজার বিঘা আবাদী জমিতে জলাবদ্ধতা

Paris
Update : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

চারঘাট প্রতিনিধি : মৌসুমি বৃষ্টিপাত, অপরিকল্পিতভাবে পুকুর খনন ও কালভার্টের মুখ বন্ধের কারণে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজশাহীর চারঘাটে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় চলতি বছর উপজেলার এসব জমিতে আবাদ করতে পারছেন না কৃষক। খোদ কৃষি বিভাগ স্থায়ী জলাবদ্ধতার কারণে দুই ও তিন ফসলি এসব জমি অনাবাদি পড়ে থাকার শঙ্কা প্রকাশ করেছে। চলতি মৌসুমে এরই মধ্যে ১ হাজার ৪২০ বিঘা জমিতে আবাদ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। চলতি বছর বর্ষা মৌসুমে উপজেলার ইউসুফপুর, চামটা, জয়পুর, বামুনদিঘী, নন্দনগাছী, ভাটপাড়া, কৈ ডাঙা, বাসুদেবপুর, ডাকরা, ঝিকড়া, হুজারপাড়া, মোহননগর, পরানপুর এলাকায় হাজার হাজার বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সবচেয়ে বেশি জলাবদ্ধতা তৈরি হয়েছে উপজেলার নিমপাড়া ইউনিয়নে। অথচ নিমপাড়াতেই আবাদী জমির পরিমাণ সবচেয়ে বেশি। এসব এলাকার নিচু জমিতে রোপা আমনসহ বিভিন্ন ফসলের চাষ হয়। কিন্তু চলতি মৌসুমে জমি চাষের উপযোগী না থাকায় সেখানে আবাদ করতে পারছেন না কৃষকরা। এদিকে এসব জমি থেকে পানি নিস্কাশনেরও তেমন কোনো ব্যবস্থা নেই।

ভুক্তভোগী কৃষকরা জানান, তিন-চার বছর ধরে বড় বিলের গুলোর মধ্যে অপরিকল্পিত ভাবে অসংখ্য পুকুর খনন করা হয়েছে। বিভিন্ন সেতু ও কালভার্টের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চলতি মৌসুমে ফসল আবাদ করতে পারছেন না তারা। স্থানীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, বিলের মধ্যে অসংখ্য পুকুর খনন করে মাছ চাষ করা হচ্ছে। বিভিন্ন খালও প্রভাবশালীরা দখল করে রেখেছে, যার কারণে বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব খাল সংস্কার এবং নদীর সঙ্গে নালা করে পানি নিস্কাশনের ব্যবস্থা করা দরকার। তা না হলে যতটুকু আবাদি জমি রয়েছে, সেটুকুও সারা বছর জলাবদ্ধ থাকবে। চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ বলেন, জলাবদ্ধতায় উপজেলায় অনে জমি অনাবদী হয়ে পড়েছে। জলাবদ্ধতার মূল কারণ অপরিকল্পিত পুকুর খনন। জলাবদ্ধতার দ্রুত সমাধান প্রয়োজন নয়তো কৃষকরা আরো ক্ষতিগ্রস্থ হবে।


আরোও অন্যান্য খবর
Paris