সোমবার

১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধামইরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ ও নাবী পাটবীজ বিতরণ

Paris
Update : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনণা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও নাবী পাটবীজ বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার ৬০ জন কৃষককে ২০ শতক জমির জন্য আধা কেজি নাবী পাটবীজ, ১ কেজি করে ডিএপি, এমওপি ও ইউরিয়া সার এবং ৯০ জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজ ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আফরিনা পারভীন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলেফ উদ্দিন প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা.শাপলা খাতুন জানান, ৯০ জন কৃষক পেঁয়াজ বীজ উৎপাদনে জমি প্রস্তুতের জন্য ৫শত টাকা, শ্রমিক ও বাঁশ ক্রয়ের জন্য ২৩শত টাকাসহ মোট ২৮শত টাকা পাবেন ও তাদের বালাইনাশক, সুতলী ও পলিথিন পর্যায়ক্রমে ফ্রি সরবরাহ করা হবে। এছাড়াও একইভাবে নাবী পাটবীজ উৎপাদনকারী জমির প্রস্তুত, সেচ, আন্তঃ পরিচর্যা ও বালাইনাশকসহ মোট ২৬শত টাকা পাবেন। সকল অর্থ বিকাশের মাধমে প্রদান করা হবে।’


আরোও অন্যান্য খবর
Paris