সোমবার

১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধামইরহাটে ভার্মি কম্পোস্ট কৃষক মাঠ দিবস

Paris
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আগ্রাদ্বিগুন ফুটবল মাঠ সংলগ্ন স্থানে শুক্রবার দুপুরে এ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে এলাকায় বিপুল সংখ্যক কৃষক অংশ গ্রহণ করেন। জানা গেছে, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-২/২০২১ মৌসুমে স্থাপিত ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস উপলক্ষে এক কৃৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক কৃষিবিদ এসএম আমিনুজ্জামান।

মাঠ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা.শাপলা খাতুন। উপসহকারি কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদের সঞ্চালনার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মো.নাইম হাসান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো.আসাদুজ্জামান,কৃষিবিদ মোছা.আফরিনা পারভীন,কৃষক ফজলুর রহমান প্রমুখ। মাঠ দিবসে মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার হিসেবে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট এর গুরুত্ব তুলে ধরে নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্টের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris