শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে আত্মসাতের অভিযোগে নারী ইউপি সদস্য গ্রেপ্তার

Paris
Update : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

এফএনএস : সিরাজগঞ্জে প্রতারণার করে অর্থ আদায় ও আত্মসাতের অভিযোগে সীমা খাতুন নামে এক নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপকারভোগীদের কাছ থেকে কৌশলে মাতৃত্বকালীন ভাতার টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজের কার্যালয়ে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউপি সদস্য সীমা খাতুনকে পুলিশে সোপর্দ করা হয়। সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান জানান, সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি উত্তর গ্রামের নুর ইসলামের মেয়ে নুরুন্নাহার খাতুন গত এক বছর ধরে মাতৃত্বকালীন ভাতার টাকা পাচ্ছিলেন।

ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য সীমা খাতুন দাবি করেন, তিনি নুরুন্নাহারকে এই টাকা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এ সময় কৌশলে তার কাছ থেকে দুই দফায় চার ও দশ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা হাতিয়ে নেন সীমা খাতুন। পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন নুরুন্নাহার খাতুন। গত রোববার উভয়পক্ষের উপস্থিতিতে ঘটনাটি তদন্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সদর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, প্রতারণার অভিযোগে নুরুন্নাহার খাতুন বাদী হয়ে মামলা করেছেন। গতকাল সোমবার সকালে অভিযুক্ত নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris