শুক্রবার

৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জাতীয় কারাতে প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার সাফল্য উপজেলা নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ করাই লক্ষ্য : প্রধানমন্ত্রী তানোরে হিমাগারে ভারতীয় আলু মজুদ? অপতথ্য রোধে একসঙ্গে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা

কীভাবে পাইরেসি হলো ‘রেহানা মরিয়ম নূর’?

Paris
Update : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

এফএনএস : বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে আঁ সার্তেইন রিগার্দ বিভাগে প্রথম বার নাম লেখায় বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। উৎসবে প্রদর্শনীর পর থেকে মুগ্ধতায় ভেসেছিল তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের চিত্রনাট্য ও পরিচালনার সিনেমাটি। সেই মুগ্ধতা থেকে ‘রেহানা মরিয়ম নূর’ অক্টোবরে বাংলাদেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল সিনেমাটির প্রযোজকদের। সেই প্রস্তুতিও চলছিল। কিন্তু তার আগে পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি। বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউব আর গুগল ড্রাইভের মাধ্যমে দেখা যাচ্ছে সিনেমাটি। এ প্রসঙ্গে মঙ্গলবার সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানিয়েছেন, ‘আমরা ডিবিতে একটি মামলা করেছি। তাঁদের সাইবার ইউনিট এটা নিয়ে কাজ করছে।

কারা সিনেমাটি অনলাইনে ছড়িয়েছেন বা ছড়াচ্ছেন, সেটা খোঁজা হচ্ছে। আশা করি, দ্রুত অপরাধীরা আইনের আওতায় আসবে।’ সিনেমাটি কীভাবে পাইরেসির শিকার হলো, এনটিভি অনলাইনের এমন প্রশ্নে এহসানুল হক বাবুর ভাষ্য, ‘সেটাই আসলে খোঁজা হচ্ছে। এটা কারও কাছে যাওয়ার কথা নয়। আমাদের ধারণা, গেল ২ আগস্ট মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অনলাইন স্ক্রিনিং হয়েছিল সিনেমাটির। সেখান থেকে ভিপিএনের মাধ্যমে এই কাজ করা হয়েছে।’ সেই ধারণা থেকেই মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আগামী ১৭ ও ২১ আগস্টের দুটি অনলাইন প্রদর্শনী স্থগিত রেখেছে সিনেমাটির প্রযোজকেরা।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন-সংগ্রামের গল্পে নির্মিত সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী। এটি নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের দ্বিতীয় সিনেমা, এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ শিরোনামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন এই পরিচালক।

প্রোটোকল ও মেট্রো ভিডিয়োর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব ও সাঈদুল হক খন্দকার। সিনেমাটির সিনেমাটোগ্রাফার তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন।


আরোও অন্যান্য খবর
Paris