সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিবগঞ্জে বিনামূল্যে সার-বীজ পেল ১২০ কৃষক

Paris
Update : শুক্রবার, ২ জুলাই, ২০২১

শিবগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ রোধে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২১ অর্থবছরের খরিফ-২ মৌসুমে উফসী ও হাইব্রিড আমন ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। এর আগে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ হলরুমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ১০০ জন কৃষকের মাঝে উফসী আমন ও ২০ জন কৃষকের মাঝে হাইব্রিড সার-বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে হাইব্রিড ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। এছাড়া উফসী ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris