বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সোহেল পবায় ছাত্রলীগ নের্তৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদের মতবিনিময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ময়না মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লাল গামছা দেখে থামল ট্রেন, অল্পের জন্য রক্ষা রাজশাহী নগরীতে প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ নির্মাণে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

বাগমারায় অবৈধ ডিস পরিচালনার অভিযোগে কন্ট্রোলরুম সিলগালা

Paris
Update : বুধবার, ২ জুন, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় অবৈধ ডিস লাইন পরিচালনার অভিযোগে কন্ট্রোলরুম সিলগালা করলো প্রশাসন। ২২ বছর ধরে সরকারী নির্দেশনা অমান্য করে দিব্যি ডিস লাইন পরিচালনা করে আসছিলেন আকতারুজ্জামান বল্টু নামের এক ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ বাজারের গোডাউন মোড়ে বল্টুর সেই ডিস লাইনের কন্ট্রোল রুমে অভিযান পরিচালনায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ।

প্রশাসন সূত্রে জানাগেছে, আকতারুজ্জামান বল্টু প্রয়োজনীয় কোন বৈধ অনুমতি না নিয়ে প্রায় দুই যুগ থেকে আকতার কেবল নেটওয়ার্ক নামের ডিস লাইন সংযোগ প্রদান করে ব্যবসা করে আসছেন। সরকারী অনুমোদন তো দূরের কথা তার কাছে নেই কোন প্রকার আয়কর ভ্যাট, পৌর ট্রেড লাইসেন্সের কপি। প্রশাসনের অভিযানে কোন কিছুই দেখাতে পারেননি তিনি। উপজেলা সদর ভবানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় প্রায় ১০ হাজার টেলিভিশনে দেয়া আছে তার কন্ট্রোল রুমের সংযোগ।

প্রতিটি লাইন থেকে মাসে নেয়া হয় ১৫০ টাকা। তার লাইনে অশ্লিল সিনেমা সহ অনেক কিছুই প্রচার করা হতো বলে স্থানীয়রা অভিযোগ করেন। সেই সাথে লাইনগুলো ছিলো ঝিরঝিরে আর ঝাপসা। সরকারী নির্দেশনার বাইরে নিজের সার্থে চালাতেন দেশী-বিদেশী অনেক চ্যানেল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, আকতারুজ্জামান বল্টু দীর্ঘদিন থেকে অনুমোদন ছাড়াই কেবল লাইনের ব্যবসা করে আসছিল।

সরকারী অনুমোদন সহ কর ফাঁকি অভিযোগে সময়িক ভাবে তার ডিসের কন্ট্রোল রুম সিলগালা করা হয়েছে। তিনি আরো বলেন, স্থানীয়দের অভিযোগের পরে বেশ কয়েকবার বল্টুর কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে। তারপরও সে কোন কাগজপত্র দেখাতে পারেননি। বৈধ কাগজপত্রাদী উপস্থাপন করলে খুলে দেয়া হবে আকতার কেবল নেটওয়ার্কটি।


আরোও অন্যান্য খবর
Paris