শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘকে এড়িয়ে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত আসাদ

Paris
Update : শনিবার, ২৯ মে, ২০২১

এফএনএস : ৯৫.০১ শতাংশ ভোট পেয়ে চতুর্থবারের মত সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাশার আল-আসাদ। বৃহস্পতিবার সিরিয়ার পার্লামেন্টের প্রধান হামুদা সাবাগ এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফল ঘোষণা করেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বাশার আল-আসাদ ৯৫.০১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৭৮ শতাংশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে ৫৫ বছর বয়সী আসাদকে আরও সাত বছর সিরিয়া শাসনের সুযোগ করে দিল।

তবে, যুদ্ধবিধ্বস্ত দেশটির নির্বাচন ও আসাদের জয়কে বিরোধীদল ও পশ্চিমা দেশগুলো ‘প্রহসন’ অ্যাখ্যা দিয়েছে। নতুন সংবিধান ও রাজনৈতিক সমঝোতা আনতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অধীনে সিরিয়ায় নির্বাচন করতে চেয়েছিল জাতিসংঘ। তবে, জাতিসংঘকে এড়িয়েই আসাদ নির্বাচন করেন এবং জয় লাভ করেন।


আরোও অন্যান্য খবর
Paris