শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনে পাকিস্তান দূতাবাস ভাঙচুর

Paris
Update : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

এফএনএস : পাক-আফগান সীমান্তে সহিংসতার প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডনে পাকিস্তান হাইকমিশন ভবনে ভাঙচুর চালিয়েছে আফগান বংশোদ্ভূত নাগরিকরা। নিউজ ইন্টারন্যাশনালের খবর অনুসারে, রোববার বিকালে আফগানিস্তানে হত্যা বন্ধে লন্ডনের নাইটসব্রিজে লডেস স্কয়ারে পাকিস্তানের হাইকমিশন দূতাবাস এলাকায় প্রায় ২০০ জন প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা পাকিস্তানের হাইকমিশন ভবনকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় সেখানে কাতার দূতাবাসের বাইরেও একটি শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশ হয়েছে। এদিকে ভাঙচুর ও হামলার ঘটনায় যুক্তরাজ্য সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পাকিস্তান হাইকমিশন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে অস্থিরতা বিরাজ করছে। এরমধ্যে পাক-আফগান সীমান্তে দু’দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা দেখা দিয়েছে। সূত্র: এনএআই


আরোও অন্যান্য খবর
Paris