রবিবার

৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন সভাপতির লড়াই বাগমারায় মিথ্যা অভিযোগ দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর উপর অমানবিক নির্যাতন গোদাগাড়ী উপজেলায় লড়াই হবে ত্রিমূখী আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় ঠিকাদাররা! নগদ আছে ১ কোটি টাকা, জানেন না টিভি-ফ্রিজ ও আসবাবপত্রর মূল্য! সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্যপ্রতিমন্ত্রী মিথিলার মুকুটে যুক্ত হলো নতুন পালক

বনানী কবরস্থানে নায়ক ওয়াসিমের দাফন সম্পন্ন

Paris
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

এফএনএস : বনানী কবরস্থানে শায়িত হলেন নায়ক ওয়াসিম। এর আগে রোববার বাদ জোহর ‘মিস্টার ইস্ট পাকিস্তান’ খ্যাত এ তারকার জানাজা হয়েছে গুলশানের বিখ্যাত আজাদ মসজিদ ও বনানী কবরস্থানে। এরপর বেলা ২টা ৪৫ মিনিটের দিকে দাফন সম্পন্ন হয়। পরিবারের পক্ষ থেকে এ সময় কথা বলেন ওয়াসিমের ছেলে। তিনি বলেন, ‘মানুষের ভালোবাসায় বাবা ওয়াসিম হয়েছেন। তিনি যেখানেই গেছেন, অসম্ভব সম্মান পেয়েছেন। এ সম্মানের জন্য আজ আমরা দেশবাসীর কাছে কৃতজ্ঞ।’

সত্তরের দশকের জনপ্রিয় এ চিত্রনায়ক ১৭ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান। এই নায়ক বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বাসাতেই ছিলেন। হাঁটতে পারতেন না বলে বিছানাতে শুয়ে-বসে দিন কেটেছে তার। সম্প্রতি ভর্তি করা হয় শাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন তিনি। ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা ছিলেন ওয়াসিম।

অভিনয় জীবনে ১৫২টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- দ্য রেইন, ডাকু মনসুর, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশমন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমান, রাতের পর দিন, আসামি হাজির, মিস লোলিতা, রাজ দুলারী, চন্দন দ্বীপের রাজকন্যা, লুটেরা, লাল মেম সাহেব, বেদ্বীন, জীবন সাথী, রাজনন্দিনী, রাজমহল, বিনি সুতার মালা, বানজারান।


আরোও অন্যান্য খবর
Paris