শনিবার

১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

বরেন্দ্র অঞ্চলের চাষিরা আমবাগান পরিচর্যায় ব্যস্ত

Paris
Update : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১

পোরশা সংবাদদাতা : এখন চলছে মাঘ মাস। বরেন্দ্র অঞ্চলের আম গাছগুলোতে মুকুল আসতে এখনো দেরি। মাঘ মাস শেষ হয়ে ফাল্লুন মাসের শুরুর দিকে হালকা গরমে বাগানের প্রায় সব আম গাছে মুকুল আসতে শুরু করবে। এরই মধ্যে শুরু হয়ে গেছে বরেন্দ্র অঞ্চলের আম চাষিদের আগাম গাছ পরিচর্যা। মুকুল আসার আগ মুহূর্তে গাছের বাড়তি যত্নের প্রয়োজন হয়। তাই ছোট-বড় আম বাগান পরিচর্যায় চাষিরা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। তারা বাগানের আগাছা পরিষ্কার করে সেচ, সার দিচ্ছেন। পোকা দমনে স্প্রে করছেন কীটনাশক। এতে পোকা যেমন দূর হবে, তেমনি গাছে দেখা দেবে স্বাস্থ্যকর মুকুল। ফলন হবে ভাল।

বরেন্দ্র অঞ্চল নওগাঁর পোরশা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিবছর দেশে উৎপাদিত মোট আমের সিংহভাগ নওগাঁর বরেন্দ্র অঞ্চলের। গত দেড় যুগ ধরে নওগাঁর বরেন্দ্র অঞ্চলে গোপালভোগ, হিমসাগর, লেংড়া, ফজলি, আশ্বিনা, আমরূপালী, বারী-৩, বারী-৪ ও লখনাসহ নানান জাতের আম চাষ হয়ে আসছে। অনান্য ফসলের চেয়ে আমে লাভ বেশি হওয়ায় দিন দিন চাষিরা আম চাষে আরো আগ্রহী হয়ে উঠছেন। পোরশা উপজেলার ছাতিয়া গ্রামের আম চাষী আহসান হাবিব জানান, অধিক মুনাফার আশায় মৌসুমের আগেই বাগানের যত্ন নেয়া শুরু করেছেন তারা। বিশেষ করে এসময় তারা গাছে কীটনাশক স্প্রে করার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, নওগাঁ জেলায় আম চাষ হচ্ছে প্রায় ২৫হাজার হেক্টর জমিতে। এর মধ্যে শুধুমাত্র পোরশা ও সাপাহার উপজেলায় আম চাষ হচ্ছে প্রায় ১৬হাজার হেক্টর জমিতে। আর প্রতি বছর প্রায় ১হাজার হেক্টর নতুন নতুন জমিতে আম বাগান তৈরি হচ্ছে। আবহাওয়া ভাল থাকলে এবারও আমের বাম্পার ফলন হবে বলে তিনিও আশা প্রকাশ করেন। আর এ বিষয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে চাষিদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।


আরোও অন্যান্য খবর
Paris