শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

সিদ্ধান্ত অনুযায়ী চার নম্বরে ব্যাটিং করবে সাকিব

Paris
Update : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

এফএনএস : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটিং পজিশন পাল্টেছে সাকিব আল হাসানের। দলের সিদ্ধান্ত অনুযায়ী চার নম্বরে ব্যাটিং করতে হবে তাকে। তবে ভবিষ্যতে চাইলে তিন নম্বরেও ফিরে যেতে পারবেন। নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর ফেরায় সাকিবকে স্বস্তির জায়গা দিতেই এমনটি করেছে টিম ম্যানেজমেন্ট। সাকিব নিজেও এই সিদ্ধান্ত খুশি মনে মেনে নিয়েছেন। এমনটাই জানালেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অবশ্য তিন নম্বরে সফল হওয়ার পরও সাকিবকে কেন চার নম্বরে নামিয়ে দেওয়া হলো সেটি নিয়ে বিস্মিত অনেকেই।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পর ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে মঙ্গলবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘আমি ওর (সাকিব) সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। চার নম্বরে ব্যাটিং করতে সে খুশি। আমি তাকে এটাও বলেছি যে, সে যদি কখনও তিন নম্বরে ফিরে যেতে চায়, তাহলে যেন আমার সঙ্গে কথা বলে। তবে ও এটা নিয়ে পুরোপুরি ঠিক আছে।’ গত বিশ্বকাপে তিন নম্বরে নেমে সাকিব প্রমাণ করেছেন, এই পজিশনে তিনি কতটা যোগ্য। ৮ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করেছেন। ব্যাটিং গড় ছিল ৮৬.৫৭।

ইংল্যান্ডে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। শুধু ইংল্যান্ড বিশ্বকাপেই নয়, বাংলাদেশ দলে তিন নম্বরে সবচেয়ে সফল সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে তিন নম্বরে ব্যাটিং করে ২৩ ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরিসহ ৫৮.৮৫ গড়ে তার সংগ্রহ ১ হাজার ১৭৭ রান। যদিও এই মুহূর্তে সাকিবকে তিন নম্বরের জায়গা ছেড়ে দিতে হলেও ভবিষ্যতে ওই জায়গাটা উন্মুক্তই থাকবে। জাতীয় দলের ক্যাম্প শুরুর পরই সাকিবকে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছিল।

তামিম এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা যখন ক্যাম্প শুরু করি, বার্তাটা তার প্রতি খুব স্পষ্ট ছিল। এতে তার কোনো সমস্যা নেই, সে বুঝেছে। আর এটায় সে দম ফেলার জায়গা পাবে। সাকিব লম্বা সময় পর এসেছে। আমরা সবাই জানি, সে কত ভালো করেছে তিন নম্বরে। ওর রেকর্ড ওর হয়েই কথা বলে। আমরা এটা নিয়ে অবগত আছি।’


আরোও অন্যান্য খবর
Paris