শুক্রবার

৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জাতীয় কারাতে প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার সাফল্য উপজেলা নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ করাই লক্ষ্য : প্রধানমন্ত্রী তানোরে হিমাগারে ভারতীয় আলু মজুদ? অপতথ্য রোধে একসঙ্গে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা

নাচোলে সরকারি গাছ কাটার অপরাধে এক ব্যক্তির কারাদন্ড

Paris
Update : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি পুকুর পাড়ের গাছ কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আমলাইন গ্রামের একটি সরকারি পুকুর পাড়ের ৫টি বড় আমগাছ কাটার অপরাধে এ কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদন্ডের আদেশ দেন, সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) খাদিজা বেগম।

এসময় গাছ কাটার অপরাধে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের তবজুল মুক্তারের ছেলে হুমায়ন রেজাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগমের উপস্থিতিতে নাচোল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাহমুদুল হাসান, ফতেপুর ইউনিয়ন ভূমি সহকারী (নায়েব) সুবোদ কুমার পুকুর পাড় মেপে সরকারি পুকুর পাড়ের মধ্যে গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) খাতিজা বেগম জানান, গত ১৪ দিন আগে ফতেপুর ইউনিয়নের আমলাইন গ্রামের একটি সরকারি পুকুর পাড়ের কয়েকটি আমগাছ কাটার অভিযোগ করে স্থানীয়রা। পরে যারা গাছ কেটেছে, তাদেরকে কেটে নেয়া গাছ না নিয়ে যেতে ও নতুন করে গাছ না কাটতে নির্দেশনা দেয়া হয়। এরপরেও কেটে রাখা গাছ নিয়ে যাওয়া ও নতুন করে গাছ কাটার অপরাধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, দন্ডপ্রাপ্ত ব্যক্তি ও তার পরিবার দীর্ঘদিন ধরে সরকারি পুকুরটি ভোগদখল করছিলো। কয়েক দশক পর নাচোল উপজেলা ভূমি অফিস পুকুরটি উদ্ধার করে ইজারা দিয়েছে। নাচোল উপজেলায় এমন সকল সরকারি জমি, পুকুর ও সম্পত্তি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris