বুধবার

১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে পুলিশের জরুরি সেবার জন্য প্রস্তুত দুটি গাড়ি

Paris
Update : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : জাতীয় জরুরী সেবার ৯৯৯ নম্বরে ফোন করে কেউ সাহায্যের অনুরোধ জানালে দ্রুত পৌঁছানোর জন্য দুটি গাড়ি পেয়েছে রাজশাহী জেলা পুলিশ। গাড়ি দুটি এখন থেকে সেবাপ্রার্থীর ফোনকলের অপেক্ষায় থাকবে। কেউ সাহায্য চাইলে পুলিশ এ দুটি গাড়ি নিয়ে ছুটবে।

গতকাল শনিবার দুপুরে জেলা পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে গাড়ি দুটির উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল। রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডিআইজি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষকে সেবা প্রদান করে চলেছে বাংলাদেশ পুলিশ। রাজশাহী জেলায় ৯৯৯ এর জন্য নির্ধারিত গাড়ির কার্যক্রম চালু হওয়ায় এই জেলার সাধারণ জনগণ আরও বেশি দ্রুততার সাথে সেবা পাবেন।


আরোও অন্যান্য খবর
Paris