শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় ঠিকাদাররা! নগদ আছে ১ কোটি টাকা, জানেন না টিভি-ফ্রিজ ও আসবাবপত্রর মূল্য! সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্যপ্রতিমন্ত্রী মিথিলার মুকুটে যুক্ত হলো নতুন পালক মৃত্যুকে কাছ থেকে দেখলেন নায়ক দেব! ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ বাঘার শ্রমিকের সিংড়ায় মৃত্যু! গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকীর মুখে ৩ বাঁধ

বাবার স্বপ্ন পূরণে অদম্য শহীদুল

Paris
Update : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

এফএনএস : ক্রিকেট নিছকই একটা খেলা মাত্র। কিন্তু কখনো কখনো তা জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠে। আবার জীবনের ঘটনা প্রবাহ অনেক সময় মাঠের গল্পের দৃশ্যপট রাঙিয়ে তোলে। বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনালে জেমকন খুলনার হয়ে শহীদুল ইসলামের খেলার গল্পটা নিশ্চিতভাবেই আপনার মনকে প্লাবিত করবে সাহসিকতায়, মানসিক দৃঢ়তায়। শোনাবে জীবনের জয়গান। গত ১৩ ডিসেম্বর রাতে শহীদুলের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নারায়ণগঞ্জ থেকে বরিশাল নিয়ে দাফন করা হয় মরহুমকে। বরিশালে দাফনের পর পরিবার থেকেই শহীদুলকে জানানো হয়, প্রয়াত বাবার স্বপ্ন ছিল ছেলের দল ফাইনালে খেলবে এবং চ্যাম্পিয়ন হবে।

মৃত্যুর আগে খুলনার খেলা দেখে এমনটাই বলেছিলেন তিনি। এর মাঝে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারটা হাতছাড়া হয়ে গেছে। সবার কথা শুনে বাবার অন্তিম ইচ্ছে পূরণে বেদনার্ত হৃদয়ে ছুটলেন শহীদুল। পিতৃশোককে সাহস, শক্তিতে পরিণত করে রাতের আঁধারে প্রাইভেট কারে মাওয়া ঘাটে আসেন তিনি। পরে সকালে এসে টিম হোটেলে উঠেন। তারপর তিন দিন হোটেল রুমে একাকী বন্দী। আইসোলেশনে থেকে করোনা পরীক্ষার নমুনা দিলেন কয়েকবার। হালকা জিমের কাজ হয়েছে রুমেই। ম্যাচের আগে ক্ষণিকের স্পট বোলিং। এসবকে সম্বল করেই বারুদে ঠাসা গত শুক্রবার ফাইনাল খেলতে নেমে পড়েন শহীদুল।

ব্যাটিংয়ে অপরাজিত ১, বোলিংয়ে ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট এই পরিসংখ্যান অবশ্য খুলনার শিরোপা জয়ে শহীদুলের বীরত্বকে তুলে ধরতে পারবে না। ম্যাচের শেষ ওভারে ১৬ রান দরকার ছিল চট্টগ্রামের, ডানহাতি এই পেসার দিয়েছেন ১০ রান। আউট করেছেন সৈকত আলী, মোসাদ্দেক হোসেন সৈকতকে। শিরোপা জয়ের উৎসবে সতীর্থদের উল্লাসের ভিড়ে শহীদুলের চোখে ঝরে প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করতে পারার আনন্দাশ্রু। অসীমের দেশে পাড়ি জমানো পিতা নিশ্চয়ই তখন ছেলের সাফল্যে দিগন্ত জোড়া হাসিতে মেতে উঠেছেন। বাবাকে হারানোর এই কঠিন মুহূর্তে আবার খেলায় ফেরার সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে শহীদুল বলেছেন, ‘আমার ধারণা ছিল, হয়তো আমি আসতে পারবো না।

যাওয়ার পর বাসা থেকে শুনলাম যে, আব্বা খেলা দেখার সময় বলছিল যে দেখবা ওরা ঠিকই ফাইনালে যাইবো, ফাইনালে গেলে ওরা ঠিকই চ্যাম্পিয়ন হবে। আসলে আমার খুব ইচ্ছে ছিল না, তবে বাসা থেকে সবাই বলছে, তোর আব্বা তোর খেলা খুব পছন্দ করতো। তুই যা সমস্যা নাই, আমরা এখানে ঠিক আছি।’ অনুশীলন ছাড়াই খেলতে নামার আত্মবিশ্বাস নিয়ে ২৫ বছর বয়সী এই পেসার বলেন, ‘খেলা থেকে যাওয়ার আগে তো ভালো অবস্থানে ছিলাম। আত্মবিশ্বাস ছিল যে, হবে ইনশাল্লাহ। ম্যাচের আগে কিছুক্ষণ স্পট বোলিং করেছিলাম।’

ম্যাচের ভাগ্য নির্ধারনী ওভারের আগে মাশরাফির কথায় অনুপ্রাণিত হয়েছিলেন শহীদুল। তিনি বলেছেন, ‘মাশরাফি ভাই বলতেছিল যে, তুই পারবি সমস্যা নাই, নিজের উপর বিশ্বাস রাখ। আর বাবার কথা চিন্তা কর। তখন মাথায় চিন্তা আসছে যে, আব্বা স্বপ্ন দেখতো, দেখি বাবার স্বপ্নটা সত্যি করতে পারি কিনা।’ এখনই জাতীয় দল নিয়ে ভাবছেন না কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করা শহীদুল। তবে ধারাবাহিক পারফরম্যান্স তার মনেও আশার সঞ্চার করছে। দেশের হয়ে খেলার স্বপ্ন বাস্তবে রূপ দেয়ার অপেক্ষায় এখন অদম্য শহীদুল।


আরোও অন্যান্য খবর
Paris