শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

Paris
Update : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

এফএনএস : তৃতীয় ধাপে আরও ৬৪টি পৌরসভা নির্বাচনে আগ্রহী প্রার্থীদের জন্য আজ রোববার থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে আওয়ামী লীগ। চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। গত ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৬৪টি পৌরসভার জন্য এ মনোনয়ন ফরম ছাড়া হবে। গতকাল শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেয়া হবে।

সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীরা মনোনয়ন ফরম ক্রয় করতে পারবেন। যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

দ্বিতীয় ধাপে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন, দিনাজপুর পৌরসভায় রাশেদ পারভেজ, বিরামপুরে মো. আক্কাস আলী, বীরগঞ্জে মো. নুর ইসলাম, সৈয়দপুরে রাফিকা আকতার জাহান। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভায় মো. ফরহাদ হোসেন ধলু, গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় মো. আব্দুল্লা আল মামুন, গাইবান্ধা পৌরসভায় শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর। বগুড়া জেলার শেরপুর পৌরসভায় মো. আবদুস সাত্তার, বগুড়া জেলার সারিয়াকান্দি পৌরসভায় মো. আলমগীর শাহী, সান্তাহারে পৌরসভায় মো. আশরাফুল ইসলাম (মন্টু), নওগাঁ জেলার নজিপুর পৌরসভায় মো. রেজাউল কবির চৌধুরী, রাজশাহী জেলার কাকনহাট পৌরসভায় এ কে এম আতাউর রহমান খান, ভবানীগঞ্জ পৌরসভায় মো. আ. মালেক, আড়ানী পৌরসভায় মো. শহীদুজ্জামান।

নাটোর জেলার নলডাঙ্গা পৌরসভায় মো. মনিরুজ্জামান মনির, গোপালপুর পৌরসভায় কাজী আসিয়া জয়নুল, গুরুদাসপুর পৌরসভায় মো. শাহনেওয়াজ আলী। সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ পৌরসভায় সৈয়দ আবদুর রউফ মুক্তা, উল্লাপাড়া পৌরসভায় এস এম নজরুল ইসলাম, বেলকুচি পৌরসভায় বেগম আশানুর বিশ্বাস, রায়গঞ্জ পৌরসভায় মো. আব্দুল্লাহ আল পাঠান, কাজিপুরে মো. আবদুল হাননান তালুকদার। পাবনা জেলার ঈশ্বরদীতে মো. ইছাহক আলি মালিথা, ফরিদপুরে খন্দকার মো. কামরুজ্জামান (মাজেদ), সাঁথিয়ায় মো. মাহবুবুল আলম, ভাঙ্গুড়ায় মো. গোলাম হাসনাইন, সুজানগরে মো. রেজাউল করিম।


আরোও অন্যান্য খবর
Paris