মঙ্গলবার

৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামূল হকের কর্মী সমাবেশ ভুল সিগন্যালে বাড়ছে রেল দুর্ঘটনা

রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান যা বললেন

Paris
Update : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : রাজশাহী শহরের প্রাণকেন্দ্র সোনাদিঘীর পাড়ে অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন ‘ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট, রাজশাহী এর পুরাতন ভবনের ভূমিতে রাজশাহী জেলার কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, জেলা পরিষদের মালিকানাধীন ‘ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট, রাজশাহী এর পুরাতন ভবনের ভূমিতে শহীদ মিনার নির্মানের সিদ্ধান্ত একবার নেওয়া হয়েছিল। কিন্তু জেলা পরিষদের আয় বৃদ্ধির লক্ষ্যে উক্ত ভূমিতে বহুতল মার্কেট নির্মাণের জন্য জেলা পরিষদের পরপর তিনটি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে, রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সোনাদিঘীর পাড়ে একটি দৃষ্টি নন্দন শহীদ মিনার নির্মাণে জনগণের দাবি এবং সংসদ সদস্য, রাজশাহী-২ সংসদীয় আসনের ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের প্রত্যাশার বিষয়টি গুরুত্বসহ বিবেচনা গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত জরুরী সভায় সেখানে রাজশাহী জেলার কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হয়।

এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারটি রাজশাহী জেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় নির্মাণের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। এই সিদ্ধান্তগুলো মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রনালয় থেকে যে সিদ্ধান্ত আসবে সেভাবেই সেটায় হবে। সংবাদ সম্মেলনে জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris