শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেল নিউ জিল্যান্ড

Paris
Update : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

এফএনএস : ম্যাচের ভাগ্য নিয়ে সংশয় একটুও ছিল না। দেখার ছিল, ওয়েস্ট ইন্ডিজ ফলো অন এড়াতে পারে কিনা। অভিষিক্ত জশুয়া দা সিলভার লড়াইয়েও সেটি পেরে ওঠেনি ক্যারিবিয়ানরা। ইনিংস ব্যবধানের জয়ে নিউ জিল্যান্ড পেল দুটি ‘প্রথম’ স্বাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ইনিংস ও ১২ রানে জিতেছে নিউ জিল্যান্ড। এই প্রথম কিউইরা টানা দুই টেস্টে ইনিংস ব্যবধানে হারাল ক্যারিবিয়ানদের। আগের টেস্টে তাদের জয় ছিল ইনিংস ও ১৩৪ রানে। এই দুই দেশের লড়াইয়ে টানা দুটি ইনিংস জয়-পরাজয়ের ঘটনা আগে ছিল একবারই। সেই ১৯৫৬ সালে নিউ জিল্যান্ডের মাটিতে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দেশের মাটিতে হলেও কিউইদের কৃতিত্ব বেড়ে যাচ্ছে আরেকটি জায়গায়।

দুই টেস্টেই ঘাসে ভরা উইকেটে টস হেরে আগে ব্যাট করেও ইনিংস ব্যবধানে জিতল তারা। পাশাপাশি, প্রথমবারের মতো ঘরের মাঠে টানা ১৫ টেস্ট অপরাজিত থাকল নিউ জিল্যান্ড। সবশেষ তারা হেরেছিল ২০১৭ সালের মার্চে, দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েলিংটনে। সিরিজ থেকে পূর্ণ ১২০ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের সম্ভাবনা উজ্জ্বল করেছে কিউইরা। বেসিন রিজার্ভে সোমবার ম্যাচের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ের সম্ভাবনা জোর ধাক্কা খায় সকালেই।

আগের দিনের ৬০ রানের সঙ্গে আর ১ রান যোগ করেই জেসন হোল্ডার বোল্ড হয়ে যান টিম সাউদির দারুণ এক ডেলিভারিতে। অভিষিক্ত জশুয়া এরপর সামর্থ্যরে ছাপ রেখে লড়াই চালিয়ে যান। প্রথম ফিফটির স্বাদ পান এই কিপার-ব্যাটসম্যান ৭৭ বলে। ৩ চার ও ২ ছক্কায় ১২ বলে ২৪ রান করে কিছুটা বিনোদন দেন আলজারি জোসেফ। কিন্তু ফলো-অন এড়ানো হয়ে ওঠেনি। সাউদি ও নিল ওয়্যাগনার ভাগাভাগি করে নেন শেষ ৪ উইকেট। ক্যারিয়ার সেরা ১৭৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হেনরি নিকোলস। দুই টেস্টে ১১ উইকেট নিয়ে ও প্রথম টেস্টে দারুণ ফিফটি করে সিরিজের সেরা হয়েছেন মাত্র দ্বিতীয় সিরিজ খেলতে নামা কাইল জেমিসন।


আরোও অন্যান্য খবর
Paris