শুক্রবার

৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জাতীয় কারাতে প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার সাফল্য উপজেলা নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ করাই লক্ষ্য : প্রধানমন্ত্রী তানোরে হিমাগারে ভারতীয় আলু মজুদ? অপতথ্য রোধে একসঙ্গে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা

ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি বলে টেস্ট খেলবে ভারত

Paris
Update : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

এফএনএস : নিজেদের মাটিতে দ্বিতীয়বারের মত গোলাপি বল-এ টেস্ট খেলবে ভারত। আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি বলে টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। আগামী ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ঐ সফরে চারটি টেস্ট, পাঁচটি টি-টুয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। সফরের জন্য সূচি ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই সচিব জয় শাহ জানান, ভারত-ইংল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত। ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টটি হবে দিবা-রাত্রির।

দ্বিতীয়বারের মত দেশের মাটিতে দিবা-রাত্রির টেস্ট খেলবে ভারত। টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে ভারত ও ইংল্যান্ড। চেন্নাইয়ে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টেস্ট সিরিজ। ১৩ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় টেস্ট। আর ২৪ ফেব্রুয়ারি থেকে হবে গোলাপি বলের টেস্ট। দিবা-রাত্রির টেস্টের ভেন্যুতেই হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। শুরু হবে ৪ মার্চ। চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে টি-টুয়েন্টি লড়াই শুরু করবে ভারত ও ইংল্যান্ড। শুরু হবে ১২ মার্চ। ৫টি ম্যাচই হবে আহমেদাবাদে।

একদিন বিরতি দিয়ে-দিয়ে হবে টি-টুয়েন্টি সিরিজ। সিরিজ শেষ হবে ২০ মার্চ। এরপর ২৩ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজের বাকি দু’টো ম্যাচ হবে ২৬ ও ২৮ মার্চ। পুরো সিরিজটি হবে পুনেতে। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফর করার কথা ছিলো ইংল্যান্ডের। কিন্তু ভারতে করোনা মহামারির কারণে পিছিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে।


আরোও অন্যান্য খবর
Paris