সোমবার

২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুটি-টোয়েন্টি কাপের কুয়াশায় সময় পরিবর্তন

Paris
Update : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

এফএনএস : শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশা, সঙ্গে পড়ছে অতিরিক্ত শিশিরও। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রামের বিকালের ম্যাচে এমন ঘটনাই ঘটেছে। সন্ধ্যা হতেই মিরপুরের আকাশে প্রচণ্ড কুয়াশা দেখা গেছে। এমন অবস্থায় ক্রিকেটারদের মাঠে স্বাভাবিক পারফরম্যান্স করাটা খুব কঠিন। তাই পরিস্থিতি পর্যালোচনা করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি সময়-সূচি পরিবর্তনের বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সময়ানুযায়ী প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। প্রথম ম্যাচের টস হবে ১২টায়। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সাড়ে ৫টায়। টস হবে ৫টায়। বৃহস্পতিবার বেক্সিমকো ঢাকা- জেমকন খুলনা এবং ফরচুন বরিশাল-গাজী গ্রুপ চট্টগ্রামের ম্যাচ দিয়ে নতুন সূচি কার্যকর হবে। তবে যে দিন কেবল একটি ম্যাচ থাকবে, সেদিন খেলা শুরু হবে সাড়ে ৪টা থেকে। ওই ম্যাচের টস হবে ৪টায়।


আরোও অন্যান্য খবর
Paris