শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

বর্ষীয়ান অভিনেতা মনু মুখার্জি আর নেই

Paris
Update : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

এফএনএস : সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর আরেক বর্ষীয়ান অভিনেতাকে হারালো কলকাতার সিনে জগত। চলে গেলেন মনু মুখার্জি। রোববার সকাল সাড়ে নয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। ভারতীয় গণমাধ্যম জানায়, বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। কোমরের সমস্যা থাকায় শেষ চার বছর একেবারে শয্যাশায়ী ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

ছিল হৃদযন্ত্রের সমস্যাও। তার মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। শুধু কলকাতাই নয়, মনু মুখার্জি বেশ জনপ্রিয় ছিলেন বাংলাদেশেও। মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা ছিল তার। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ছবির মধ্যে ছিল সত্যজিৎ রায়ের ‘জয় বাবা ফেলুনাথ’-ও।

এ ছাড়া নব্বই দশকের প্রচুর বাংলা ছবিতে বাবার চরিত্রে অভিনয় করে বাংলাদেশের দর্শকেরও মন জয় করেছিলেন এই অভিনেতা। তার উল্লেখযোগ্য ছবিগুলি হলো, ‘গণদেবতা’, ‘মৃগয়া’, ‘অশনি সংকেত’, ‘শ্বেত পাথরের থালা’, ‘পাতালঘর’, ‘বাকিটা ব্যক্তিগত’ ইত্যাদি।২০১৫ সালে পশ্চিমবঙ্গে টেলি সম্মান পুরস্কার অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’ দিয়ে সম্মানিত করা হয়েছিল তাকে। সূত্র: হিন্দুস্তান টাইমস


আরোও অন্যান্য খবর
Paris