সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোলাম আরিফ টিপু কখনো আপোষ করেননি : মেয়র রাজশাহী ওয়াসার নতুন উদ্যোগকে আত্মঘাতী বলছে সুশীল সমাজ জনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে বিজয়ী হতে পারে না : প্রধানমন্ত্রী লালপুরে আ.লীগ নেতা মঞ্জু হত্যার ঘটনায় ২ জন আটক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন সভাপতির লড়াই বাগমারায় মিথ্যা অভিযোগ দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর উপর অমানবিক নির্যাতন গোদাগাড়ী উপজেলায় লড়াই হবে ত্রিমূখী আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়

স্বাস্থ্যে প্রধান উপদেষ্টা হিসেবে ফাউচিকে চান প্রেসিডেন্ট বাইডেন

Paris
Update : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

এফএনএস : যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে নিজের কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাকে নিজের প্রধান মেডিকেল উপদেষ্টা হিসেবে চান। বৃহস্পতিবার সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে এ ইচ্ছার কথা জানান বাইডেন।

ডা. ফাউচি যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজেস’ এর পরিচালক। ডা. ফাউচি বৃহস্পতিবার বাইডেন ও তার দলের সঙ্গে করোনাভাইরাস নিয়ন্ত্রণের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন। বাইডেন বলেন, ‘‘তিনি গত কয়েকটি প্রশাসনে যে দায়িত্ব পালন করেছেন আমি তাকে ঠিক সেই দায়িত্বেই থেকে যেতে বলেছি। একইসঙ্গে আমি তাকে আমার প্রধান মেডিকেল উপদেষ্টা হতে এবং আমার কোভিড দলের অংশ হতে অনুরোধ করেছি।”

ডা. ফাউচি নিরাপদ বললে তিনি নিজে জনসম্মুখে খুশি মনে কোভিড-১৯ এর টিকা নিতে প্রস্তুত আছেন বলেও জানান বাইডেন। সাবেক তিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটনও একই ইচ্ছার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতেই তারা এটা করতে চান।

এ বিষয়ে বাইডেন বলেন, ‘‘আমার মনে হয় আমার তিন পূর্বসূরি উদাহণ তৈরি করেছেন। টিকা নিরাপদ: আমেরিকার জনগণকে এটা বোঝানো খুবই গুরুত্বপূর্ণ।” আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র কোভিড-১৯ এর বিরুদ্ধে একটি টিকা হাতে পাবে বলে আশা করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris