মঙ্গলবার

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

একাদশ প্রজন্মের ল্যাপটপ

Paris
Update : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

এফএনএস আইটি : এইচপি নিয়ে এলো ইলেভেনথ জেনারেশনের (একাদশ প্রজন্মের) দুটি মডেলের ল্যাপটপ, যা মার্কেটিং করছে স্মার্ট টেকনোলজিস। বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে আয়োজিত এই ল্যাপটপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. শাহিদ উল মুনীর, স্মার্ট টেকনোলজিসের চ্যানেল বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন প্রমুখ।

এইচপি প্যাভিলিয়ন ১৫-ইজি০০৭৮টিইউ মডেলে ইন্টেলের একাদশ জেনারেশনের কোর আই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৮ জিবি ডিডিআর ৪ র‌্যামসহ স্টোরেজ হিসেবে আছে ৫১২ জিবি এসএসডি। এর ১৫.৬ ইঞ্চির স্ক্রিনে ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটিতে আরও আছে উইন্ডোজ ১০ হোম। এইচপি প্যাভিলিয়ন ১৫-ইজি০১১৩টিএক্স মডেলে ইন্টেলের একাদশ জেনারেশনের কোর আই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে।

৮ জিবি ডিডিআর৪ র‌্যামসহ স্টোরেজ হিসেবে আছে ৫১২ জিবি এসএসডি। এর ১৫.৬ ইঞ্চির স্ক্রিনে ফুলএইচডি ডিসপ্লেসহ এমএক্স ৪৫০ ২ জিবি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। আছে উইন্ডোজ ১০ হোম।


আরোও অন্যান্য খবর
Paris