শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

শস্যভান্ডার নওগাঁয় ২০৯৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা

Paris
Update : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোটার, নওগাঁ : শস্যভান্ডার হিসাবে খ্যাত নওগাঁ জেলায় মাঠে মাঠে আলু রোপন শুরু হয়েছে এবং নতুন আলু বাজারে উঠতে শুরু করেছে। নতুন আলুর দাম ভালো পাওয়ায় জেলার আলু চাষীরা খুব খুশি। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারন অফিস সুত্রে জানা গেছে, চলতি রবি/২০২০-২০২১ মৌসুমে মোট ২০ হাজার ৯শ ৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। উল্লেখিত পরিমাণ জমি থেকে উৎপাদনের সম্ভব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লক্ষ ৮২ হাজার ৮০ মেট্রিক টন আলু। কৃষি সম্প্রসারন অফিসের উপ-পরিচালত কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ জানিয়েছেন, নওগাঁ জেলায় সাধারনত কার্ডিনাল আলুর বেশী চাষ হয়ে থাকে।

এ ছাড়াও কৃষকরা ডায়মন্ড, পাটনায়, কুপরী সুন্দরী, পেট্রনিজ, গ্র্যানোলা, এ্যাস্টোরিক, লাল পাপড়ী, সাদা পাপড়ী, গাহড়াই, শীল বিলাতি, সরকী এবং সাইতা আলুর চাষ করছেন। সুত্রমতে চলদি মৌসুমে জেলার উপজেলা ভিত্তিক আলুচাষের ধার্যকৃত জমির পরিমাণ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে, নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ৪২৫ জমি থেকে ৫৫ হাজার ৭৭৫ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ৩৭০ হেক্টর জমি থেকে ৩১ হাজার ৫১০ মেট্রিক টন, রানীনগর উপজেলায় ১ হাজার ১৪৫ হেক্টর জমি থেকে ২৬ হাজার ৩৩৫ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ২ হাজার ৪৬০ হেক্টর জমি থেকে ৫৬ হাজার ৫৮০ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ২ হাজার ৬৭০ হেক্টর জমি থেকে ৬১ হাজার ৪১০ মেট্রিক টন, পত্নীতলা উপজেলায় ১ হাজার ৬৪৫ হেক্টর জমি থেকে ৩৭ হাজার ৮৩৫ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ২ হাজার ৪১০ হেক্টর জমি থেকে ৫৫ হাজার ৪৩০ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ১ হাজার ২১০ হেক্টর জমি থেকে ২৭ হাজার ৮৩০ মেট্রিক টন, পোরশা উপজেলায় ২৩০ হেক্টর জমি থেকে ৫ হাজার ২৯০ মেট্রিক টন, মান্দা উপজেলায় ৪ হাজার ২৫ হেক্টর জমি থেকে ৯২ হাজার ৫৭৫ মেট্রিক টন এবং নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ৩৭০ হেক্টর জমি থেকে ৩১ হাজার ৫১০ মেট্রিক টন অলু। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ ব্যপারে কৃষকদের নানা পরামর্শ প্রদান করছেন বলেও কৃষি বিভাগ সুত্র জানা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris