সোমবার

৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

‘সুইডেন থেকে অর্থ পায় পিকে’

Paris
Update : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

এফএনএস
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে-কে সুইডেন থেকে অর্থায়ন করা হয় বলে জানিয়েছে সুইডিশ সিকিউরিটি সার্ভিস (এসএপিও)। তারা বলছে, সন্ত্রাসী সংগঠন পিকেকে/ওয়াইপিজির সুইডেনে একটি সক্রিয় আর্থিক নেটওয়ার্ক রয়েছে; যা উল্লেখযোগ্য তহবিল গ্রহণ করে। এসএপিও কাউন্টার-টেরোরিজম বিভাগের উপ-প্রধান সুসানা ট্রেহর্নিং সুইডিশ রাষ্ট্রীয় সম্প্রচারক এসভিটি বলেন, ‘আমি পরিসংখ্যান প্রকাশ করব না। তবে আমি বলতে পারি পিকেকে সন্ত্রাসী সংগঠন। তারা আমাদের দেশে সন্ত্রাসবাদের জন্য উল্লেখযোগ্য অর্থের যোগান দেয়।’ পিকেকে’র সন্দেহভাজনদের শনাক্ত করার জন্য কাজ চলছে উল্লেখ করে ট্রেহর্নিং বলেন, ‘গত সপ্তাহে সন্ত্রাসী সংগঠন পিকেকে/ওয়াইপিজিতে ‘অনুদান’ সংগ্রহকারী এ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ এর আগে ন্যাটো সদস্যপদে সুইডেনের প্রধান আলোচক অস্কার স্টেনস্ট্রোম বলেছিলেন, সংগঠিত অপরাধ চক্রকে অর্থায়ন করছে পিকেকে। স্টেনস্ট্রোম ২৯শে জানুয়ারি তার দেশের রাষ্ট্রীয় রেডিও এসআর-কে বলেছিলেন, ‘ফিনল্যান্ডের চেয়ে সুইডেনে পিকেকে-এর বেশি আর্থিক সংস্থান রয়েছে।
ন্যাটোতে ঢুকছে সুইডেন : তুরস্ক, সুইডেন এবং ফিনল্যান্ডের মধ্যে গত জুনে স্বাক্ষরিত স্মারকলিপির অধীনে, নর্ডিক দেশ দুটি ন্যাটো জোটে সদস্যপদ লাভের জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেয়। চুক্তি অনুযায়ী, পিকেকে’র মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে অর্থায়ন করবে না সুইডেন এবং ফিনল্যান্ড। এ ছাড়া ফেতুল্লা সন্ত্রাসী সংস্থা (এফইটিও) এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর সন্দেহভাজন সদস্যদের তুরস্ককের কাছে হস্তান্তর করতে হবে। তুরস্ক বলছে, সুইডেনের মতো দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি পূরণের জন্য আরও বেশি কিছু করতে হবে। বিশেষ করে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থকদের সাম্প্রতিক বিক্ষোভ এবং স্টকহোমে ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন পোড়ানোর ঘটনাগুলোয় আরও সতর্ক হবে।


আরোও অন্যান্য খবর
Paris