সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর অনুদান পেল নিয়ামতপুর প্রেসক্লাবের ১১ জন সাংবাদিক

Paris
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর প্রেসক্লাবের ১১ সাংবাদিকরা পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ডিসি সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যান ট্রাস্টের এ অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। এটি করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের প্রণোদনা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত অনুদান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রথম দফা নিয়ামতপুর উপজেলার ১১ জন সাংবাদিকের জন্যে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে সাংবাদিকের হাতে চেক তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। জেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েসের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইব্রাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস,এম জাকির হোসেন, সহকারী কমিশনার শাকিব হাসান খান প্রমূখ। আলোচনা সভায় নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু বলেন, গণমানুষের কল্যানে সাংবাদিকরা কাজ করে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নের এ যাত্রা অব্যাহত থাকবে। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ বলেন, সাংবাদিকের দেশের উন্নয়নে অংশীদারিত্বের মতো কাজ করে যাচ্ছে। একটি রাষ্ট্র গঠনে সাংবাদিকেরা মূখ্য ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris