শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেয়েদের কাবাডি লিগ এবারই প্রথম

Paris
Update : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

এফএনএস
প্রথমবারের মতো মেয়েদের করপোরেট কাবাডি লিগ শুরু হতে যাচ্ছে। ২২ থেকে ৩১ জানুয়ারি জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ডাবল লিগ পদ্ধতির এই আসরে খেলবে ছয়টি দল। যেখানে অংশ নিচ্ছে মতলব থান্ডার, নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স, বেঙ্গল ওয়ারিয়র্স, ঢাকা টুয়েলভ, নরসিংদী লিজেন্ডস ও টেকনো মিডিয়া। গত বছরের আইজিপি কাপ অনূর্ধ্ব ১৮ টুর্নামেন্ট থেকে ১০০ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। তিন মাস ঢাকায় অনুশীলন শেষে ৭৮ জন খেলোয়াড় খেলছে এই লিগে। লিগে দলগুলোর জন্য পুরস্কার থাকছে ১৫ লাখ টাকার। এ ছাড়া চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলও পাবে আর্থিক পুরস্কার। বিওএর অডিটোরিয়ামে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক হাবিবুর রহমান লিগ আয়োজন নিয়ে বলেছেন, ‘সারাদেশ থেকে খেলোয়াড় বাছাই হয়েছে। তিন মাস ট্রেনিং হয়েছে। এখন তারা মাঠে নামবে। আমরা নারীদের খেলাকে এগিয়ে নিতে চাই। সেই লক্ষ্যে এগিয়ে চলা। আর্থিকভাবেও লাভবান হবে তারা। এদের নিয়ে সামনের দিকে আন্তর্জাতিক আসরে খেলানোর সুযোগ রয়েছে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক ও পৃষ্ঠপোষকসহ অন্যান্য কর্মকর্তারা।

 


আরোও অন্যান্য খবর
Paris