সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে তরুণ নির্মাতা প্রাচ্য পলাশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ২৯ ডিসেম্বর

Paris
Update : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
শিল্পাচার্য জয়নুল আবেদিন-এর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষেতরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সানসেট, অ্যান আনফিনিস্ড ড্রিম’ এর বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর ২০২২ বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য এ বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীতে ২৯ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সানসেট, অ্যান আনফিনিস্ড ড্রিম’ এর উন্মুক্ত বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
প্রতিশ্রুতিশীল তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মিতস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সানসেট, অ্যান আনফিনিস্ড ড্রিম’ এর বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন নন্দিত অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী, লুৎফর রহমান জর্জ, অবিদ রেহান, রোমানা স্বর্ণা, নিয়ামুল করিম, সাঈদ হোসেনলাভলু, রাজন, লিটন সহ আরো অনেকে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের থিওরী রুমে অনুষ্ঠিতব্য এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান আয়োজন করেছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক ত্রৈমাসিক ‘শিল্পকথা’।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সানসেট, অ্যান আনফিনিস্ড ড্রিম’ এরনির্মাতা প্রাচ্য পলাশ জানান, স্বপ্নহীন মানব জীবন আমাদের সমাজে অনুপস্থিত। মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে, ভালবাসে স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বাঁচতে। অথচ সমাজে বসবাসরত মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিদিন ঘটে যাওয়া বহু স্বপ্নভঙ্গের ঘটনা সমাজপতিদের দৃষ্টিগোচর হয় না। মানব জীবনের এমন কিছু স্বপ্ন ও স্বপ্ন ভঙ্গের গল্পই প্রধান উপজীব্য এ চলচ্চিত্রের। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক ত্রৈমাসিক ‘শিল্পকথা’র সম্পাদক ড. হীরা সোবাহান বলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নিয়মিত শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী নানান আয়োজনে উদযাপন হয়েথাকে। এবারের আয়োজনের নতুন মাত্রা হলো তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সানসেট, অ্যান আনফিনিস্ড ড্রিম’ এর বিশেষ প্রদর্শনী।‘শিল্পকথা’র পক্ষ থেকে সবাইকে চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ।

 


আরোও অন্যান্য খবর
Paris