রবিবার

১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

আইডিইবির নির্বাচনের প্যানেল পরিচিতি সভায় হামলার অভিযোগ

Paris
Update : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
ইনস্টিটিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির নির্বাচন উপলক্ষে রাজশাহীতে ফজলুল হক মল্লিক-খন্দকার মাঈনুর রহমান প্যানেলের পরিচিতি সভায় বহিরাগতরা হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। বহিরাগতরা আইডিইবি অফিস ভাঙচুরও করে। রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর টুলটুলিপাড়া এলাকায় আইডিইবি কার্যালয়ে এ ঘটনা ঘটে। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে সংবাদ সম্মেলন করে এসব তথ্য দিয়েছেন মল্লিক-খন্দকার প্যানেলের প্রার্থীরা। তারা বলেন, রোববার প্যানেলের পরিচিতি সভা চলাকালে তাদের প্রতিদ্বন্দ্বী হামিদ-শামসুর প্যানেলের নেতাদের মদদে বহিরাগতরা এসে হট্টগোল সৃষ্টি ও প্রকৌশলীদের ওপর হামলা চালায়। পরে ৯৯৯ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনে। তবে তাদের হামলায় অন্তত ২৫ জন আহত হন। আগামী ১৯ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠেয় ভোট বানচালে সন্ত্রাসী হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, হামিদ-শামসুর রহমান প্যানেলের সমর্থকেরা এই হামলা চালিয়েছে। অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী কবির উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন ও মো. আয়াতুল্লাহর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই হামলা চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সহ-সভাপতি প্রার্থী মোফাজ্জল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী খাজা তারেক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সারোয়ার-ই-জাহান, প্রকৌশলী আবদুর রউফ মিয়া প্রমুখ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী মো. আয়াতুল্লাহ বলেন, মারামারির পর আমরা বিষয়টা জানতে পারি। আহত একজনের সঙ্গে কথা বলে জানা গেছে, যাদের মতবিনিময় সভা চলছিল সেই প্যানেলেরই এক প্রার্থী নিজের পক্ষে শোডাউন দিতে ভাড়াটে লোকজন এবং পলিটেকনিক ইনস্টিটিউটের কিছু শিক্ষার্থীকে নিয়ে গিয়েছিলেন। এই দলটির নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে আহত হয়েছে। এই ঘটনার সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। নির্বাচনের আগে আমাদের বিতর্কিত করতে ওই মারামারি আমাদের ওপর চাপানো হ”েছ। অভিযোগ পুরোপুরি মিথ্যা বলেও তিনি দাবি করেন। নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ এসেছে। সেখানে মারামারির কথা উল্লেখ নেই। সভা চলাকালে চেয়ার ছুঁড়াছুড়ি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তদন্ত করে বিষয়টা দেখা হবে।


আরোও অন্যান্য খবর
Paris