বৃহস্পতিবার

১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দক্ষ জনগোষ্ঠী তৈরিতে রাসিকের প্রতিটি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে : মেয়র টকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার বাঘায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যার দুই আসামীর মৃত্যুদণ্ড শিল্পা শেঠির বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ উৎকণ্ঠার অবসান, স্বজনের বুকে ২৩ নাবিক কলেজে ভর্তি অনলাইনে আবেদন শুরু ২৬ মে, ফাঁকা থাকবে ৮ লাখের বেশি আসন সারাদেশে নিম্ন আয়ের মানুষের জন্য ১২৬০০ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

কাতার বিশ্বকাপে এক গ্লাস পানির দাম ২৮০ টাকা

Paris
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

ফুটবল বিশ্বকাপ মানেই স্বাগতিক দেশে লাখো পর্যটকের ভিড়। যার বেশিরভাগই আসেন ইউরোপ ও আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে। তাই তাদের বিনোদনের জন্য পানি এবং পানীয়ের ব্যবস্থা না থাকলে আগ্রহ হারান পর্যটকরা। মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ কাতারে বিশ্বকাপ আয়োজনের শুরু থেকেই এ বিষয়গুলো নিয়ে আলদা করে নজর দিয়েছিল ফিফা। তাই তাদের অনুরোধে দেশের প্রচলিত আইনকানুন অনেকটাই শিথিল করে কাতার প্রশাসন। সমর্থকদের মদ্যপানের অনুমতিও দেয় তারা। কিন্তু এবারের বিশ্বকাপ আসর চলাকালীন পানীয়ের দাম শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে আপনার। আধা লিটার বিয়ারের জন্য এবার একজন সমর্থককে গুণতে হবে ১৪ ইউএস ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫০০ টাকা। অথচ রাশিয়া আসরে এই পরিমাণ বিয়ারের দাম ছিল মাত্র ৬১৯ টাকা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানাচ্ছে, বিয়ার খেয়ে যাতে কেউ বেসালাম না হয়ে যায়, সেজন্য একজনকে সর্বোচ্চ চার গ্লাস বিয়ার বিক্রি করার নিয়ম করে দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে, অ্যালকোহলিক পানীয়ের দাম বেশি হলেও, তুলনামূলক কম আছে নন অ্যালকোহলিক পানীয়ের মূল্য। এক গ্লাস রুট বিয়ার বা অন্য পানীয়ের জন্য সমর্থকদের পকেট থেকে খরচ হবে ৮৫০ টাকার মতো। আর সমপরিমাণ পানির জন্য খরচ করতে হবে ২৮০ টাকারও কিছু বেশি। তবে, পাবলিক প্লেসে বিয়ার পান করার বিষয়ে এখনও কঠোর অবস্থায় কাতার। কোনো অবস্থাতেই এটা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন তারা। গ্যালারিতেও পান করতে পারবেন না কেউ। নিরাপত্তারক্ষী বেষ্টিত বিশেষ জায়গায় শুধু অ্যালকোহল পান করা যাবে। বিয়ারের এ মূল্য হতাশ করেছে ইউরোপিয়ান দর্শকদের। ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি বিয়ার বিক্রি করা হয় এমিরেটস স্টেডিয়ামে, ৭৮০ টাকায়। কিন্তু সেটাও কাতারের তুলনায় অনেক কম। এ অবস্থায় ম্যাচ ডে ছাড়া কাতারে অবস্থান করা নিয়ে দোটানায় ভুগছেন সমর্থকরা।


আরোও অন্যান্য খবর
Paris