বৃহস্পতিবার

১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দক্ষ জনগোষ্ঠী তৈরিতে রাসিকের প্রতিটি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে : মেয়র টকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার বাঘায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যার দুই আসামীর মৃত্যুদণ্ড শিল্পা শেঠির বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ উৎকণ্ঠার অবসান, স্বজনের বুকে ২৩ নাবিক কলেজে ভর্তি অনলাইনে আবেদন শুরু ২৬ মে, ফাঁকা থাকবে ৮ লাখের বেশি আসন সারাদেশে নিম্ন আয়ের মানুষের জন্য ১২৬০০ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

রাসিক ও রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

Paris
Update : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট এবং স্বাস্থ্যবিভাগ, রাজশাহী সিটি কর্পোরেশন পাইলট প্রোগামেটিক পার্টনারশীপ (পিপিপি) প্রজেক্টের আওতায় মহামারী, অতিমারী প্রস্তুতি এবং প্রতিক্রিয়া, সম্প্রদায় ভিত্তিক নজরদারি (সিবিএস) বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। গতকাল সোমবার নগরীর এক হোটেলের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, সবুজ, পরিচছন্ন নগরী রাজশাহী। ইতোমধ্যে এ নগরীটি দেশের মধ্যে সবচেয়ে বসবাসযোগ্য নগরী রূপে স্বীকৃতি লাভ করেছে। পরিবেশ ও স্বাস্থ্যসেবায় রয়েছে নানা সাফল্য। ইপিআই কার্যক্রমে দেশে পরপর দশবার প্রথম হয়েছে। স্বাস্থ্যসেবায় রয়েছে অভাবনীয় সাফল্য। জন্ম নিবন্ধন কার্যক্রমে দেশসেরা হয়েছে রাজশাহী। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি-বাড়ি টিকা রেজিস্টেশন, হাতধোয়া, করোনা আক্রান্তদের খাদ্য বিতরণ, চাহিবামাত্র বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাড়ি বাড়ি পৌছে দেয়া, ঔষুধ বিতরণসহ বহুবিধ কাজ সম্পন্ন করেছে রাসিকের স্বাস্থ্যবিভাগ। করোনা পরিস্থিতি, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিষয়ক এ প্রকল্পটি রাজশাহীসহ আরও চারটি সিটিতে কাজ করছে। এ প্রকল্পের আওতায় মহানগরীর কয়েকটি ওয়ার্ডে পাইলট প্রকল্প আকারে কাজ করবে যা আগামীতে বৃহত্তর পরিসরে কাজ করবে বলে আশা করছি। প্রকল্পটি রাজশাহী সিটি কর্পোরেশনের ৪,১৬,১৯,২৪,২৮নং ওয়ার্ডে বাস্তবায়িত হবে। আগামীতে এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হবে
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনীর সভাপতিত্বে উপস্থিত কর্মশালায় ছিলেন উপবিস্ট ছিলেনবাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক (স্বাস্থ্য) ড. নাহিদ আহমেদ চৌধুরী, ডেনিস রেডক্রসের হেলথ ম্যানেজার আরিফা আলী হাসনাত, পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ আনোয়ারুল কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আমিনা কুইন কস্তুরি, রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান সাংবাদিক রেজাউল করিম রাজু, ডেপুটি সিভিল সার্জন ড. রাফিউল হক রাফী, সঞ্চালনায় ছিলেন নির্বাহী সদস্য প্রফেসর সারোয়ার জাহান সজল।


আরোও অন্যান্য খবর
Paris