বৃহস্পতিবার

৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সোহেল পবায় ছাত্রলীগ নের্তৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদের মতবিনিময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ময়না মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লাল গামছা দেখে থামল ট্রেন, অল্পের জন্য রক্ষা রাজশাহী নগরীতে প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ নির্মাণে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

শেষ বেলার উইকেটে এগিয়ে অস্ট্রেলিয়া

Paris
Update : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১

এফএনএস : সিডনি টেস্ট জিততে সোমবার ম্যাচের পঞ্চম ও শেষ দিন ৮ উইকেট হাতে নিয়ে ভারতকে আরও ৩০৯ রান করতে হবে। আর অস্ট্রেলিয়ার জিততে প্রয়োজন প্রতিপক্ষের ৮ উইকেট। অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ৪০৭ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৯৮ রান করেছে ভারত। ৬ উইকেটে ৩১২ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩৩৮ ও ভারত ২৪৪ রান করেছিলো। প্রথম ইনিংস থেকে ৯৪ রানের লিড পেয়েছিলো অস্ট্রেলিয়া। শনিবার, তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০৩ রান করে অসিরা। ফলে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ১৯৭ রানে এগিয়ে ছিলো অস্ট্রেলিয়া।

মার্নাস লাবুশেন ৪৭ ও স্টিভেন স্মিথ ২৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন। দিনের পঞ্চম ওভারেই টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরির তুলে নেন লাবুশেন। হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টা করে, ৭৩ রানে থেমে যান তিনি। ভারতের পেসার অভিষেক ম্যাচ খেলতে নামা নবদীপ সাইনির শিকার হন লাবুশেন। ৩৫ রানে দ্বিতীয় উইকেট পতনের পর হাল ধরে লাবুশেন-স্মিথ জুটি ১০৩ রান করেন। ১১৮ বলে ৯টি চারে নিজের ইনিংস সাজান লাবুশেন। লাবুশেনকে শিকারের পর পাঁচ নম্বরে নামা ম্যাথু ওয়েডকে দ্রুত বিদায় দেন সাইনি। মাত্র ৪ রান করেন তিনি।

এরপর ক্যামেরুন গ্রিনকে নিয়ে আবারো বড় জুটি চেষ্টা করেন স্মিথ। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা স্মিথ, টেস্ট ক্যারিয়ারের ৩০তম হাফ-সেঞ্চুরি তুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার সাবলীল ব্যাটিং, এই ইনিংসেও সেঞ্চুরির ইঙ্গিত দিচ্ছিলো। কিন্তু ব্যক্তিগত ৮১ রানে স্মিথকে লেগ-বিফোর আউট করেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে উইকেট শুন্য থাকা অশ্বিনের দ্বিতীয় ছিলেন স্মিথ। ১৬৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় আরও একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন স্মিথ। গ্রিনের সাথে দলকে ৬০ রান এনে দিয়েছিলেন তিনি। স্মিথের আউটের পর অধিনায়ক টিম পাইনকে নিয়ে ১১৬ বলে ১০৪ রানের জুটি গড়ে ভারতকে বড় টার্গেট দিতে অবদান রাখেন গ্রিন।

১১৬ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ পান তিনি। হাফ-সেঞ্চুরির পর দ্রুত রান তুলেছেন গ্রিন। ৮৬তম ওভারের শেষ দুই বলে সিরাজকে দু’টি ছক্কা মারেন গ্রিন। ভারতের আরেক পেসার জসপ্রিত বুমরাহ’র করা ৮৭তম ওভারে চতুর্থ বলে চার ও পঞ্চম বলে ছক্কা মেরে সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। তবে পরের ডেলিভারিতে গ্রিনকে পরাস্ত করে প্যাভিয়িনের পথ দেখান বুমরাহ। গ্রিনের আউটের সাথে-সাথে ইনিংস ঘোষনা করেন করেন অন্যপ্রান্তে থাকা অস্ট্রেলিয়ার অধিনায়ক পাইন। ৩১২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া।


আরোও অন্যান্য খবর
Paris