সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগমারায় মাদার হেলাথ ক্যাম্প অনুষ্ঠিত

Paris
Update : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহয়তা হেলাথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্স সালেহা ইমরাত মিলায়তনে বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এনামূল হক এমপি।

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্তে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম ওয়াহেদুজ্জামান।উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সরোয়ার আবুল, ডা: আব্দুল মোতলেব ও এমপি’র প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান প্রমুখ। উল্লেখ্য ২০১৯-২০২০অর্থ বছরে ভবানীগঞ্জ পৌর সভায় মোট ৪৭৫জন দুগ্ধ দানকারী মায়েরা প্রতি মাসে ৮শত টাকা করে ৩৬মাস পাবেন।

এছাড়াও দুগ্ধ দানকারী মায়েদের ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris