মঙ্গলবার

৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোয়ালিয়া লেডিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Paris
Update : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বোয়ালিয়া লেডিস ক্লাবের উদ্যোগে ১শো অসহায় দুঃস্থ নারী ও প্রতিবন্ধীকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালিয়া লেডিস ক্লাবের সভাপতি ও বিভাগীয় কমিশনারের সহধর্মিনী রুনা লায়লা। শীতার্তসহ সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বোয়ালিয়া লেডিস ক্লাবের সভাপতি রুনা লায়লা বলেন, ‘গরীব শীতার্ত মানুষের মাঝে এই প্রচণ্ড শীতে শীতবস্ত্র বিতরণ করতে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসা উচিৎ।

মাননীয় প্রধানমন্ত্রী অসহায়, প্রতিবন্ধী, নারী ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করছে। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানরা যদি তাদের কল্যাণে কাজ করে তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাগব হবে। বোয়ালিয়া লেডিস ক্লাবের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বোয়ালিয়া লেডিস ক্লাবের সহ-সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিনী তাহমিনা রহমান শিশির।

সভাপতির বক্তব্যে বোয়ালিয়া লেডিস ক্লাবের সহ-সভাপতি তাহমিনা রহমান শিশির বলেন, ‘প্রতি বছরই এ সময়ে গরীব, অসহায় মানুষ শীতের তীব্রতায় খুব কষ্ট করেন। যাদের কাছে শীত মোকাবিলা করার মত তেমন কোনো বস্ত্র থাকে না, যার ফলে বিভিন্ন অসুখ-বিসুখেও তাদের ভুগতে হয়। এ ধরনের পরিস্থিতিতে সমাজ ও দেশের প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব অনেক বেড়ে যায়। আর সেই দায়িত্ব থেকে অসহায় মানুষের পাশে দাড়াচ্ছে বোয়ালিয়া লেডিস ক্লাব। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেন জানান তিনি।’

এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এঁর সহধর্মিনী মাহবুবা চৌধুরী, কোষাধক্ষ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এঁর সহধর্মিনী সুস্মিতা চৌধুরী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয়) এর সহধর্মীনি রুবাইয়া নিশাত সেবা, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা, সহকারী কমিশনার (রাজস্ব শাখা) মোছা. মমতাজ মহল, সহকারী কমিশনার (উন্নয়ন শাখা) নীলুফা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) আঞ্জুমান সুলতানা ও মৌলি মন্ডল প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris